নেপালের প্রথম ট্রান্সজেন্ডার ফ্যাশন মডেল অঞ্জলি লামা
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:১৮
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2017/02/22/image-6176.jpg)
সম্প্রতি ভারতের একটি শীর্ষস্থানীয় ফ্যাশন শো-র ক্যাটওয়াকে আবির্ভূত হয়ে চমক লাগিয়েছেন নেপালের ট্রান্সজেন্ডার মডেল অঞ্জলি লামা। অঞ্জলি লামাই হচ্ছেন নেপালের প্রথম ট্রান্সজেন্ডার মডেল। তিনি মডেলিং শুরু করেন ২০০৯ সালে।
অঞ্জলি লামা জানান, ‘আপনি যদি মনে করেন যে আপনি ট্রান্সজেন্ডার আর আপনি নিজেকে লুকিয়ে রাখেন, তাহলে আপনি যা চান তা আপনি কোন দিনই অর্জন পারবেন না। প্রথম দিকে আমি অনেক অডিশন দিলেও কেউ আমাকে নিতে চায়নি। বলেছে, তুমি হিজড়া, তোমাকে ফ্যাশন শোতে নেয়া যাবে না।’
অঞ্জলি লামা বলেন, ‘তবে আমি চেষ্টা ছাড়িনি এবং ধীরে ধীরে আমি কাজ পেতে শুরু করি। আমি নিজেকে অন্য মডেলদের চাইতে আলাদা কিছু মনে করি না। ওরা যা পারে আমিও তা পারি ’
লামা বলেন, ‘ছোট বেলা থেকেই আমি ছেলেদের পোশাকের চেয়ে মেয়েদের পোশাক পরতেই বেশি পছন্দ করতাম। স্কুলে আমাকে এ জন্য বৈষম্য ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। আমার বন্ধু ও শিক্ষকরা বলতো, তুমি ছেলে কিন্তু তুমি মেয়েদের মতো আচরণ করো কেন? আমি ভাবতাম কি করবো, নিজেকে পাল্টানোর চেষ্টা করলেও পারি নি। কিন্তু পরে যখন আমি রাস্তায় ট্রান্সজেন্ডার লোকজন দেখলাম তখন আমি আমার প্রকৃত সত্বাকে চিনতে পারলাম।’
আমার পরিবারকে যখন প্রথম এ কথা বললাম, আমার ভাই ফোন করে বললো তুমি এভাবেই থাকো, কখনো আমাদের পরিবারে এসো না।
যাদের আত্মপরিচয় নিয়ে সমস্যা আছে তাদের প্রতি অঞ্জলির আহ্বান, ‘নিজেকে প্রকাশ করুন, আপনি যা সেভাবেই চলুন। আপনি যা চান তার জন্য লড়াই করুন, লুকিয়ে থাকবেন না। একদিন দু’দিন সমস্যা হবে - তার পর আর হবে না। তখন আপনার ভালো লাগবে। আপনি যা চাইবেন, তাই পেতে পারবেন।’