কখন কোন রঙ এর লিপস্টিক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৭:৩১

জাগরণীয়া ডেস্ক

বছরের শেষ মানেই পার্টি, আউটিং, পিকনিক, বিয়ের উৎসব আনন্দে মেতে উঠে। আর সব জায়গায় সেরা লুক পাওয়ার জন্য দরকার সুন্দর ঠোঁট। আর সেই ঠোঁটকে সুন্দর করে সাজাতে দরকার মানানসই রং বা লিপস্টিক। জেনে নিন, কোন সময়ে কোন রঙের লিপস্টিকে আপনার ঠোঁট হয়ে উঠবে আরও আকর্ষণীয়

লাল

মেকআপকে আরও সুন্দর করে তুলতে লাল রঙের লিপস্টিকের জুড়ি মেলা ভার৷ তাছাড়া লাল রং সব স্কিন টোনেই ভালো লাগে৷ যে কোনও পার্টি বা বিয়েবাড়িতে এই লিপ কালার ব্যবহার করা যেতেই পারে৷ মুখকে আরও উজ্জ্বল করে তুলবে এই রঙটি৷ তাছাড়া হালকা করে ব্যবহার করলে রোজকার জীবনযাত্রায়ও আপনাকে পারফেক্ট ঠোঁট দেবে এই শেডটি৷

নিউট্রাল

এই রং আপনার ঠোঁটকে খুব স্বাভাবিক একটা লুক দেয়৷ আপনার ঠোঁটের রংকেই আরেকটু বিশেষ করে তোলে এই লিপস্টিকটি৷ বলা বাহুল্য এই লিপ কালারও সকলকেই মানায়৷ রোজ ব্যবহার করার জন্য এই রঙের লিপস্টিক আদর্শ৷ তাছাড়া যে কোনও সকালের অনুষ্ঠানে সেরা ঠোঁট পাওয়ার জন্য এই লিপ কালার ব্যবহার করুন৷

গোলাপি

নিয়ন রং বেশ ভালো লাগে। কিন্তু ট্রাই করছেন না মানাবে কিনা সেটা ভেবে। তাহলে আজই কিনে ফেলুন উজ্জ্বল গোলাপি রঙা লিপস্টিকটি৷ এই রংটিও সবাইকে মানায়৷ ফলে আপনাকেও দারুণ লাগবে৷ তাছাড়া যে কোনও পার্টিতে নিয়ন রঙা লিপ কালার যে আপনাকে ফ্যাশনিস্তা ট্যাগ অর্জনের ক্ষেত্রে সাহায্য করবে সেটা তো আপনার জানা৷

কোরাল

বোল্ড কমলা রঙের লিপস্টিক সকলকে মানায় না৷ আপনি বরং কমলার পরিবর্তে কোরাল রং ট্রাই করুন৷ এই মিষ্টি রঙও কিন্তু ফ্যাশনে ইন এবং এটি খুব সুন্দরভাবে কমলা রঙের প্রক্সি দেবে৷ সর্বোপরি এই রংটিও সকল ত্বকের অধিকারিণীদের মানায়৷ তাহলে দেরি কিসের, হাই বলে ফেলুন পাউট ফ্রেন্ডলি ঠোঁটকে৷

অক্সব্লাড

একটু বোল্ড লুক পাওয়ার জন্য অক্সব্লাড শেডটি ট্রাই করুন৷ বেরি টোনের এই রংটিও সকলকে মানায়৷ ফলে মেলে পারফেক্ট ঠোঁট৷ তাছাড়া এই রঙটি আপনাকে জৌলুসপূর্ণ লুক দেয়৷ ফলে আপনি ব্যবহার করতে পারেন এটি৷

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত