রুক্ষ ত্বকে থেকে মুক্তি পেতে ৫টি তেল
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৬, ১৭:১০
শীতের মরশুম। অবশ্য এবার আর ঠাণ্ডা পড়ল কোথায় তেমন? তাও শীত মানেই তো রুক্ষ ত্বক। একটু ত্বকের উপর নখের আঁচড় লাগলেই হয়ে যায় সাদা। এটা থেকে বাঁচতে তো হবে। রুক্ষ ত্বকের থেকে বাঁচার জন্য তেলের থেকে ভালো জিনিস আর কিছু নেই। এক নজরে দেখে নিন, কোন পাঁচটি তেল ব্যবহার করলে, রুক্ষ ত্বকের হাত থেকে মুক্তি পেতে পারেন আপনি।
১) অলিভ অয়েল - যদি আপনি গোটা শীতকালেই নিয়মিত অলিভ অয়েল গায়ে মাখতে পারেন, তাহলে এর থেকে ভালো আর কিছু নেই। রুক্ষ ত্বকই শুধু নয়, আপনি পাবেন আরও অনেক উপকার।
২) সরষের তেল - সরষের তেলের উপকার তো জানেনই। শীতকালে যদি অলিভ অয়েল না মাখতে পারেন, তাহলে সরষের তেলই সেরা। তুলনায় সহজলভ্য। আর কাজেও দারুণ।
৩) নারকেল তেল - নারকেল তেল শুধু চুলের জন্যই উপকারি নয়, আপনি নারকেল তেল গায়েও মাখতে পারেন। সেক্ষেত্রে আপতার ত্বক হবে মসৃণ, মোলায়েম।
৪) সি বাটার অয়েল - এটিও শীতকালে ত্বকের রুক্ষতা থেকে বাঁচার জন্য খুবই উপকারি। আপনি এটাও ব্যবহার করতে পারেন।
৫) ল্যাভেন্ডার অয়েল - শীতকালে রুক্ষ ত্বকের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এই তেলও ব্যবহার করতে পারেন।