অন্যভাবে শীতের সাজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৬, ১৬:৩২

জাগরণীয়া ডেস্ক

শীত প্রায় এসেই পড়েছে৷ এবারের উইন্টারে নিজেকে সাজান একটু অন্যভাবে৷ চিরাচরিত সোয়েটারে তো সেজেছেন এতদিন, এবার নাহয় একটু এক্সপেরিমেন্ট করলেন ড্রেস নিয়ে৷ 

স্কি জ্যাকেট

এই শীতে আপনার জন্য রইল স্কি জ্যাকেট৷ ফরমাল ইউজ়ের তালিকাতেও রাখতে পারেন এই জ্যাকেট৷ তবে অফিস কিংবা পার্টি সর্বত্রই ব্যবহার করতে পারেন স্কি৷ প্রয়োজনে একটু লুকটা চেঞ্চ করতে পারেন নিজের মতো করে৷ এই যেমন অফিসে যদি স্কি-এর সঙ্গে জিন্স এবং শু পড়েন তবে পার্টিতে যাওয়ার সময় কালারফুল ব্রাইট লেগিংস আর হিল ব্যবহার করুন৷ ব্যস, অফিস কিংবা পার্টি সর্বত্রই বাজিমাত করবে একটাই স্কি৷

লঙ স্লিভস স্রাগ

যেকোনও টপ বা স্লিভলেস জ্যাকেটের সঙ্গেই পরে ফেলতে পারেন এই লঙ স্লিভস স্রাগ৷ পার্টি ওয়্যার তো বটেই৷ জমে যাবে যে কোনও উইন্টার ফ্যাশন৷ হালকা শীতের জন্য একেবারেই পারফেক্ট এই স্রাগ৷

পাফার কোটস

জাঁকজমক পাফার কোটস-এ এবার একটু অন্য লুক আনুন আপনার শীতের ফ্যাশনে৷ যে কোনও শপিং মল কিংবা ফ্যাশন ডিজাইনার হাউজ়ে খোঁজ করলেই পেয়ে যাবেন এই পাফার কোটস৷ ব্ল্যাক জিনস-এর সঙ্গে গোল্ডেন পাফার কোট আপনার উইন্টার লুকে যে অন্য মাত্রা এনে দেবে তা বলাই বাহুল্য৷ আপনি শহরে খুব বেশি ব্যবহার করতে না পারলেও, বাইরে কোথাও ঘুরতে গেলে নিয়ে বেরিয়ে পড়ুন৷ ওজনেও একেবারেই ভারি নয়৷ তাই অনায়াসেই ক্যারি করতে পারবেন আপনি৷

ফক্স ফার স্টোল

লং ওয়ান পিস বা জিন্স টপ, যে কোনও পোষাকের ওজনটা আরেকটু বাড়িয়ে দেবে ফক্স ফার স্টোল৷ মূলত ইমফর্মাল ইউজের ক্ষেত্রেই এই স্টোলের কদর বেশি৷

তবে বলে রাখি বিদেশি ফ্যাশন পত্রিকা বা ফ্যাশন সাইটগুলো অন্ধের মতো ফলো করতে যাবেন না। কারণ আমাদের শহরের আবহাওয়ার কথা মাথায় রেখে তাঁরা ট্রেন্ড তৈরি করেন না। ধরুন খুব একটা ঠান্ডা পড়েনি, অথচ আপনি নি-লেংথ বুট্স পরে রাস্তায় বেরিয়ে পড়লেন! দেখতে হাস্যকর তো লাগবেই, গরমে অস্বস্তিও হবে। ফ্যাশনেব্ল ট্রেঞ্চ কোট পরতে ইচ্ছে করলে সেটা সেলেনা গোমেজের মতো স্লিভলেস বা একটু হালকা ফ্যাব্রিকের মধ্যে খুঁজুন।ডার্কড শেড পরার সেরা সময় শীতকাল। কালো, ধূসর, অলিভ গ্রিন, মেরুন, মাস্টার্ড ইয়েলো, ম্যাজেন্টা রঙের পোশাক পরতে পারেন৷ চেক্স, টুইড পরুন অথবা মোনোক্রোম বা আর্থলি কালার বেশ ভাল লাগে এই সময়। তবে গাঢ় রং মানেই যে বোরিং মিউটেড প্যালেট হতে হবে, তা নয়। মিরান্ডা কেরের মতো মিক্স অ্যান্ড ম্যাচ করে অনেক কিছু রাখতে পারেন আপনার গেটআপে।

শীত তো প্রায় এসেই গেল৷ এবার সাজিয়ে ফেলুন আপনার উইন্টার ওয়ার্ডরোব৷

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত