গরমে চুলের যত্ন

প্রকাশ : ০২ জুন ২০১৬, ২০:২১

জাগরণীয়া ডেস্ক

গরমে চুলের যত্নের দিকে একটু বেশি নজর দেয়া উচিত। যত্ন মানে যে বেশি বেশি প্রসাধনী ব্যবহার করা তা নয়। কিছু দিক মেনে চললেই খুব সহজেই গ্রীষ্মের ক্ষতির হাত থেকে চুলকে রক্ষা করা যায়। আসুন তাহলে জেনে নেয়া যাক।

• চুলকে সুর্যের ক্ষতিকারক রশ্মি থেকে এবং চারপাশের দূষণ থেকে মুক্ত রাখতে হবে। এজন্য বাইরে বেরোনোর সময় চুল স্কার্ফ দিয়ে ঢেকে অথবা ছাতা ব্যবহার করা যেতে পারে।

• প্রতিদিন শ্যাম্পু করা যাবেনা। এর ফলে চুলের প্রকৃতিক আর্দ্রতা নষ্ট হয়ে চুল রুক্ষ হয়ে যাবে।

• চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে হালকা করে চুলের পানি মুছে স্বাভাবিক ভাবে চুল শুকাতে হবে। হেয়ার ড্রাইয়ার ব্যবহার করা যাবেনা। যদিও ব্যবহার করতে হয় ড্রাইয়ারটি মাথার ত্বক থেকে দূরে রাখতে হবে, আর বেশিক্ষণ এক জায়গায় তাপ দেয়া যাবেনা। এ সময় চুলে বেশি কেমিক্যাল যেমন হেয়ার কালার, ক্রিম ইত্যাদি ব্যবহার করা ঠিক নয়।

• সপ্তাহে অন্তত দুবার চুলে তেল দিতে হবে।

• মাথার ত্বক ঘেমে গেলে একটা তোয়ালে দিয়ে আলতো করে মুছে নেবেন।

• সূর্যের তাপে ক্ষতিগ্রস্থ চুলকে পুনরোজ্জীবিত করতে মাসে দুইবার কোন হারবাল প্যাক ব্যবহার করতে পারেন।

• ৫-৬ সপ্তাহ পর পর ফেটে যাওয়া চুলের ডগা ছেঁটে রাখুন।

• খাবার সোডার সাথে একটু পানি মিশিয়ে চুলে ম্যাসাজ করতে পারেন। এতে চুলের এসিডিটি দূর হবে।

• প্রচুর পরিমাণ পানি পান করুন। এতে আপনার মাথার ত্বক সজীব থাকবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত