কলার খোসা দিয়ে দাঁত সাদা করার নতুন উপায়
প্রকাশ : ০২ জুন ২০১৬, ১৯:০৪
আমরা অনেকেই দাঁতের হলুদ দাগ নিয়ে চিন্তিত হয়ে পড়ি। তবে এই হলুদ দাগ তোলার একটা সহজ পন্থা রয়েছে। আমরা সাধারণত কলা খেয়ে তার খোসা ফেলে দেই। কিন্তু এখন থেকে কলার খোসা কেউ আর ফেলবেন না। এই কলার খোসা দিয়ে দাঁত সাদা করে তুলতে পারবেন সহজেই।
প্রথমেই কলা খেয়ে কলার খোসার কিছুটা অংশ চারকোণা করে কেটে নিন এবং বাকি অংশ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এবার কলার খোসা দিয়ে দাঁতের উপরের পাটি ১ মিনিট এবং নিচের পাটি ১ মিনিট মোট ২ মিনিট ভালো করে ঘষে নিন। এরপর কুলি করে নিয়ে নিজের টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে নিন। এবার দেখুন ম্যাজিক। আগের থেকে অনেক বেশি সাদা দেখাবে দাঁত।
ভাবছেন কেন হয় এই কাজটি? মূলত কলার খোসায় থাকা পটাশিয়াম, ম্যাংগানিজ ও ম্যাগনেসিয়াম দাঁত সাদা করতে সহায়তা করে। নিয়মিত ব্যবহারে ভালো ফলাফল পাবেন। যাদের দাঁত অনেক বেশি হলুদ তাদের একটু বেশি সময় লাগতে পারে। তবে এই পদ্ধতি নিয়মিত ব্যবহার করবেন না। এতে দাঁতের ক্ষতি হতে পারে। মাঝে মাঝে ব্যবহার করুন।