ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে টাইলস
প্রকাশ : ২৬ মে ২০১৬, ০৩:১৪
আমাদের দেশে এমন এক সময় ছিল যখন মানুষ তার গৃহসজ্জাকে খুব একটা প্রাধান্য দিত না। জীবনযাপনের জন্য স্বাভাবিক কাজকর্মে সীমাবদ্ধ থাকত। আধুনিক বিশ্বের কার্যকলাপে দৃষ্টি দিয়ে বর্তমানে মানুষের দৃষ্টিভঙ্গি ব্যাপক হারে পরিবর্তন হচ্ছে। দিন দিন আধুনিকতার ছোঁয়ায় উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেকটি ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে অতি দ্রুতগতিতে। মানুষ নিজের অতি আপন আবাসস্থলটি আকর্ষণীয় ও মনোরম করতে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে। কখনও কখনও সৌন্দর্য বৃদ্ধির সামগ্রী দেশের অভ্যন্তর হতে সংগ্রহ করতে ব্যর্থ হলে তা অন্য দেশ হতে সংগ্রহ করা হচ্ছে।
গৃহসজ্জার ক্ষেত্রে প্রথমে লক্ষ্য রাখা উচিত গৃহের দেয়ালগুলোর ওপর। পরিপূর্ণভাবে সাজানো হলে এবং মানানসই টাইলস বা মার্বেল পাথর ব্যবহার করা হলে যে কোন ঘরই বেশ আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
প্রতিটি ক্ষেত্রে রঙ বেশ গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। দেয়ালেরও তেমনিভাবে রঙ সৌন্দর্য বৃদ্ধিতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন আকর্ষণীয় রঙের টাইলস ব্যবহার করা উচিত যা ঘরের সৌন্দর্য ব্যাপক হারে বৃদ্ধি করবে। এজন্য ঘর যদি ছোট আকারে হয় তাহলে হালকা বর্ণের রঙ ব্যবহার করা যেতে পারে। এতে ঘরটি আকারে তুলনামূলক বড় দেখাবে। তবে শোবার ঘরে নীল, পীচ, হালকা হলুদ, হালকা সবুজ বর্ণের টাইলস বা গ্রানাইট ব্যবহারে ঘরের চেহারাই পাল্টে যাবে। সঙ্গে সঙ্গে আপনার হৃদয় ছুঁয়ে যাবে।
মার্বেল, টাইলস, গ্রানাইট ছাড়া বর্তমানে ঘরের সৌন্দর্য যেন অসম্পূর্ণ এ ভাবনা থেকে বিল্ডিং নির্মাণে অন্যতম চিন্তা হলো সুলভ মূল্যে মানসম্মত, মানানসই টাইলস, মার্বেল বা গ্রানাইট সংগ্রহের। এক্ষেত্রে ঢাকার হাতিরপুল বাজারসহ দেশের বিভিন্ন স্থানে পর্যাপ্ত পরিমাণে টাইলসের বিক্রয় শো-রুম অবস্থান করায় ক্রেতাগণ খুব সহজেই সুলভ মূল্যে মানসম্মত প্রয়োজনীয় টাইলস, মার্বেল পাথর, গ্রানাইট, মোজাইক পাথর ইত্যাদি সংগ্রহ করতে পারছে।