টিস্যু পেপারের বিকল্প ব্যবহার

প্রকাশ : ১২ মার্চ ২০১৯, ২১:৪০

জাগরণীয়া ডেস্ক

শুধু পরিস্কার করতে নয়, গৃহস্থালীর নানা কাজে ব্যবহার করা যায় টিস্যুকে।

গৃহস্থালী-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে টিস্যু পেপারের বিকল্প ব্যবহারের কয়েকটি উদাহরণ এখানে দেয়া হলো-

জুতার দুর্গন্ধ দূর করতে: একটা টিস্যু পেপারে তিন-চার টেবিল-চামচ বেইকিং সোডা নিন। এরপর রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে দুর্গন্ধময় জুতায় রেখে দিন। দুর্গন্ধ দূর হয়ে যাবে। 

প্লাস্টিকের ব্যাগ ভালো রাখতে: টয়লেট টিস্যু পেপারের কাগজের রোল করা অংশের ভেতরে প্লাস্টিকের ব্যাগ গুছিয়ে রাখতে  রাখতে পারেন। এতে প্লাস্টিকের ব্যাগ ভালো থাকবে এবং টিস্যুর খালি কাঠামোও ব্যবহৃত হবে।

দড়ি কিংবা তার গুছিয়ে রাখতে: বিদ্যুতের তার কিংবা যে কোনো দড়ি সুন্দর মতো গুছিয়ে রাখতে টিস্যুর পেপারের খালি খোল ব্যবহার করা যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত