টুথপেস্টের বাহারী ব্যবহার

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৯, ১৬:৩৭

জাগরণীয়া ডেস্ক

প্রতিদিন দাঁত পরিস্কার করার জন্য যে টুথপেস্ট ব্যবহৃত হয় তা অন্য কাজেও লাগাতে পারেন। 

১) কোনভাবে হঠাৎ হাত পুড়ে গেলে শরীরের ওই পোড়া অংশে সঙ্গে সঙ্গে টুথপেস্ট লাগিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই জ্বালা ভাব কমে যাবে। তবে বেশি পুড়ে গেলে এই পদ্ধতি একেবারেই চলবে না।

২) মুখে ব্রণ হলে, ব্রণ আক্রান্ত অংশে রাতে শোবার আগে টুথপেস্ট লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। ধীরে ধীরে ব্রন সারাতে এই পদ্ধতি বেশ উপযোগী। 

৩) নখের হলদেটে ভাব দূর করতে টুথপেস্ট দিয়ে ঘষে নিন, উপকার পাবেন। 

৪) পুরনো রুপোর গয়নার কালচে ছোপ পড়ে গেলে সেই কালচে ছোপ দূর করে গয়নার চাকচিক্য ফিরিয়ে আনতে টুথপেস্ট অত্যন্ত কার্যকরী।

৫) মশা বা অন্য কোনও পোকা-মাকড় কামড়ালে অনেক সময় চুলকোয় বা জ্বালা করতে থাকে।  আক্রান্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে দিলে ত্বকের জ্বালাভাব বা চুলকানি দ্রুত কমে যাবে।

৬) ঘরের কার্পেটের দাগ তুলতে টুথপেস্ট অত্যন্ত কার্যকর। কার্পেটের দাগ লাগা অংশে টুথপেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে আলতো করে কিছু ক্ষণ ঘষুন। এর পর ভিজে কাপড় দিয়ে আলগোছে মুছে ফেলুন। কার্পেটের দাগ চলে যাবে।

তথ্যসূত্র: জি নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত