ইতালিতে চালু হলো পিরিয়ড লিভ
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৪
জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়ার মতো মাসিক ছুটি বা পিরিয়ড লিভ চালু করেছে ইতালি। ইউরোপের প্রথম দেশ হিসেবে এ বিলটি পাস করেছে ইতালি।
সম্প্রতি দেশটির মন্ত্রী পরিষদ সভায় এই সংক্রান্ত বিল পাশ হয়।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন থেকে জানা যায়, ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানে শতকরা ৭২ ভাগ নারী কর্মরত আছেন। আর শুধুমাত্র ইতালিতে এই সংখ্যাটি শতকরা ৬১ ভাগ।
ইতালির অর্থনীতিতে নারীর অবদানকে গুরুত্ব দিয়ে সম্প্রতি এই বিলটি পাস করে দেশটির মন্ত্রী পরিষদ।
বিল অনুযায়ি, প্রতিমাসে পিরিয়ডের প্রথম তিনদিন ছুটি পাবেন নারী কর্মকর্তারা। তবে সবাই এ ছুটি ভোগ করতে পারবেন না। যারা ডিসমেনোরিয়া (পিরিয়ডের সময় তলপেটে ব্যথা) বা অন্য কোন শারীরিক সমস্যায় ভোগেন শুধুমাত্র তাদের জন্যই এই ছুটির ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে কর্মরত প্রতিষ্ঠানে ডাক্তারের নির্দেশনা বা প্রেসক্রিপশান জমা দিতে হবে। প্রত্যেক বছর এই প্রেসক্রিপশন নবায়ন করতে হবে। তবে এই তিনদিন ছুটিকে অন্যকোন শারীরিক অসুস্থতাজনিত ছুটির সাথে গণ্য হবে না।