মুখের গড়ন অনুযায়ি সানগ্লাস
প্রকাশ : ০৫ মার্চ ২০১৮, ০০:৪২
গ্রীষ্মে চোখের যত্নে চাই সানগ্লাস, সেই সাথে স্টাইলিশ ফ্যাশনেবল লুক দেয় সানগ্লাস। তাছাড়া যারা নিয়মিত বাইসাইকেল ও মোটরসাইকেল চালান তাদের জন্য অতি জরুরি একটি জিনিস সানগ্লাস।
সানগ্লাস কেনার পূর্বশর্ত হলো চেহারা গড়ন অনুযায়ি সানগ্লাস কেনা।
১. যাদের চেহারা ডিম্বাকৃতি তারা যেকোন ফ্রেমের সানগ্লাস পড়তে পারেন। তাই চেহারায় সানগ্লাস পড়ার মাধ্যমে বাড়তি লুক যোগ করুন সহজেই। তবে চারকোণা ফ্রেমের সানগ্লাস এমন চেহারায় অধিক সামঞ্জস্য এনে দিবে।
২. যাদের মুখ গোলাকার তারা চিকন ফ্রেমের চশমা পড়বেন না। সেক্ষাত্রে ভ্রু ঢেকে রাখে এমন আয়তাকার ফ্রেমের সানগ্লাস পড়তে পারেন।
৩. লম্বা চেহারার সাথে মানানসই সানগ্লাসটি হোক গোলাকৃতির অথবা চারকোণা। সেক্ষাত্রে অবশ্যই চিকন ফ্রেম এড়িয়ে চলবেন।
৪. চতুর্ভুজাকৃতি চেহারার সঙ্গে বেশ মানানসই ক্লাসিক ডিম্বাকৃতি ডিজাইনের সানগ্লাস।
৫. ত্রিকোনাকৃতির চেহারার সাথে খুব সহজেই খাপ খায় ‘ক্যাটস আই’ ডিজাইনের সানগ্লাস।
ঢাকার এলিফেন্ট রোডে সানগ্লাস বা চশমার ফ্রেমগুলো আপনি ১০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা দামে পেতে পারেন। এছাড়া বসুন্ধরা, নিউমার্কেট ও গাউছিয়া মার্কেটে ভালো মানের চশমা পাবেন। তাছাড়া অনলাইনে ঘরে বসে হাজারো কালেকশনের মধ্য থেকে সহজেই বেছে নিতে পারেন আপনার কাঙ্খিত সানগ্লাসটি।