স্নিগ্ধ সাজে অনন্য প্রথম ফাল্গুনে

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩২

জাগরণীয়া ডেস্ক

ফাল্গুনের প্রথম দিনটা অন্য দিনের চেয়ে আলাদা। যেহেতু আমাদের বাংলা ক্যালেন্ডারের সাথে সম্পর্কিত, তাই সাজটা হোক একটু ন্যাচারাল। ঘুরাঘুরি যেহেতু দিনের বেলায় হবে, সাজটা হতে হবে মানানসই।

মেকআপ: মেকআপটা করার আগে অবশ্যই মুখ ভালো করে পরিস্কার করে নিবেন। সেই সাথে হালকা একটু ম্যাসেজ আপনাকে বাড়তি সুবিধা দিবে। ত্বকের সাথে মানানসই ভালো একটি প্রাইমার দিয়ে শুরু করুন মেকআপ। তারপর দিবেন একটি ফুল কাভারেজ ফাউন্ডেশন। ব্লাশ হিসেবে অবশ্যই হালকা কোন রঙ, হতে পারে পিংক, কোরাল অথবা পিচ।  

লিপস্টিক: হালকা রঙগুলোই পহেলা ফাল্গুনের লিপস্টিক হিসেবে মানানসই। লাইট কালার ব্যবহার না করতে চাইলে রেড লিপস্টিক ভালো একটি অপশন। তবে উগ্র রঙ যত কম ব্যবহার করা যায় এই দিনে, ততই ভালো।

আই মেকাপ: ব্ল্যাক বা ভিন্ন কালারের কাজল ব্যবহার করতে পারেন। চাইলে লাইনারও ব্যবহার করতে পারেন। টানা করে আইলাইনার মেকাপে নতুন মাত্রা নিয়ে আসবে। আইশ্যাডোও লাগাবেন হালকা রঙের। ফলস আইল্যাশ না পরাই ভালো। কয়েক কোট মাশকারা লাগিয়ে নিজের আইল্যাশগুলোকে সাজিয়ে নিতে পারেন।​

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত