চকচকে থাকুক বাসনপত্র

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৯

জাগরণীয়া ডেস্ক

অনেক সময় পুড়ে যাওয়া বা হলুদের দাগ উঠে না বলে আমরা চিন্তা করি বাসনপত্র ফেলা দেয়ার। আবার শখের বাসন হলে তা ফেলে দেয়াও যায় না। সেক্ষেত্রে বাসন চকচকে রাখার কিছু টিপস জেনে নিই-

১.বেকিং পাউডার, পানি আর গ্লিসারিনের পেস্ট তৈরি করুন। এবারের বাসনের যে যে জায়গায় দাগ লেগেছে , সেখানে এ পেস্টের প্রলেপ লাগিয়ে দিন। ২০ মিনিট পর মেজে বাসন ধুয়ে ফেলুন আর দেখুন পরিবর্তন!

২.ভেজা বাসনে দাঁত মাজার পাউডার মাখিয়ে খানিকক্ষণ রেখে দিন। এবার ভালো করে মেজে ধুয়ে ফেলুন। দেখবেন, বাসন চকচকে করছে নতুনের মতো।

৩.লেবুর খোসা ভিনেগারে ভিজিয়ে রাখুন। খোসা শুকিয়ে গুঁড়ো করে বাসন মাজার পাউডারের সাথে মেশান। ভেজা বাসনে এই গুঁড়ো মিনিট দশেক মাখিয়ে রাখুন। এরপর আবার বাসন মাজার সাবান বা পাউডার দিয়ে ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।

৪.ভেজা বাসনে ফ্রুট সল্ট ছিটিয়ে দিন। ২ মিনিট পর লেবু ঘষে নিন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত