চুলের যত্নে এড়িয়ে চলুন ৫টি ভুল

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৩

জাগরণীয়া ডেস্ক

সুন্দর চুলের জন্য আমরা কত কিছুই না করি। অথচ কিছু সাধারণ ভুল, চুলকে করে তুলতে পারে রুগ্ন আর ভঙ্গুর। চলুন জেনেই নিই কিছু ভুল-

১. চিরুনী বদলান ৬ মাস পর পর:  চিরুনী সব সময় পরিষ্কার রাখতে হবে এবং ছয় মাস অন্তর অন্তর পরিবর্তন করতে হবে। অবশ্যই সফট চিরুনী দিয়ে  চুল আচড়াতে হবে।

২. ভেজা চুল আচড়ানো: একেবারে ভেজা চুল না আচড়িয়ে একটু শুকানোর পর আচড়ানো ভালো।  অনেকে বার বার চুল আচড়ান। এতে করে চুল ভেঙে যাওয়ার প্রবণতা বেড়ে যায়।

৩. ভেজা চুলে বাইরে যাওয়া: ভেজা চুলে বেশি ধুলাবালি ও ময়লা লেগে থাকে। একারণে চুলের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে এবং চুল পড়ার আশঙ্কা বেশি থাকে।

৪. চুলে প্রয়োজনীয় পুষ্টির অভাব: চুলে প্রয়োজনীয় পুষ্টির অভাবে চুল রুষ্ক হয় এবং চুল পড়তে শুরু করে। তাই প্রতি সপ্তাহে চুল পড়া রোধে হেয়ারমাস্ক ব্যবহার করতে হবে।

৫. শ্যাম্পু সরাসরি ব্যবহার করা: প্রতিদিন চুল শ্যাম্পু দিয়ে ধুতে হবে। অনেকেই বলেন, প্রতিদিন শ্যাম্পু দিলে চুল রুক্ষ হয়ে যায়। সেক্ষেত্রে ডেইলি শ্যাম্পু ব্যবহার করতে পারেন। তাছাড়া চুলে শ্যাম্পু সরাসরি না দিয়ে একটু পানিতে হালকা গুলিয়ে ব্যবহার করুন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত