বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে চাকরির সুযোগ

প্রকাশ : ০৬ জুন ২০১৭, ২৩:১৪

জাগরণীয়া ডেস্ক

বিশ্বব্যাংকের অর্থায়নে ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) কর্তৃক বাস্তবায়নাধীন ‘নর্দার্ন এরিয়াস রিডাকশন অব পোভার্টি ইনিশিয়েটিভ (নারি)’ শীর্ষক প্রকল্পে প্রকল্প মেয়াদকালীন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকল্পের আওতাধীন তিনটি ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য ‘গাড়িচালক’ পদে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের অস্থায়ী নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
অষ্টম শ্রেণি পাসেই পদটিতে আবেদন করা যাবে। পাশাপাশি প্রার্থীদের যানবাহন চালনায় সরকার কর্তৃক নির্ধারিত উপযুক্ত কর্তৃপক্ষ থেকে লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।

বয়স
আগামী ১৮ জুন, ২০১৭ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর।

বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রার্থীর তথ্যাবলিসংবলিত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে পাঠিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা ‘প্রকল্প পরিচালক, ‘নর্দার্ন এরিয়াস রিডাকশন অব পোভার্টি ইনিশিয়েটিভ (নারি)’, বেপজা কমপ্লেক্স (লেভেল-৬), বাড়ি নং-১৯/ডি, রোড নং-৬, ধানমণ্ডি আ/এ, ঢাকা-১২০৫’। আবেদন করার সুযোগ থাকছে ১৮ জুন, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত ২ জুন, ২০১৭ তারিখ দৈনিক জনকণ্ঠে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখে নিন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত