অভিজ্ঞতা ছাড়াই আকর্ষণীয় পদে নিয়োগ দিচ্ছে প্রাণ

প্রকাশ : ০২ মে ২০১৭, ২১:১৯

জাগরণীয়া ডেস্ক

নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিল্প প্রতিষ্ঠান প্রাণ। ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে ঢাকা, গাজীপুর ও হবিগঞ্জ জেলায় এই নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

যোগ্যতা
যেকোনো সরকারি বা স্বীকৃত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মানবসম্পদ ব্যবস্থাপনা বা মার্কেটিং বিষয়ে বিবিএ এবং এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিবিএ এবং এমবিএ পর্যায়ে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.০০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে জিপিএ ৫.০০-এর মধ্যে কমপক্ষে ৪.০০ থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে। এ ছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শিতা থাকতে হবে।

বয়স
আবেদনকারীর বয়সসীমা হতে হবে ২৪ থেকে ৩০ বছর।

আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ৪ মে, ২০১৭ পর্যন্ত।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত