বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেরিটাইম ইউনিভার্সিটিতে শিক্ষকতার সুযোগ
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৭, ১৬:৪৮
জাগরণীয়া ডেস্ক
বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি।
পদ: সহযোগী অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা:
ক) ইংরেজি বিভাগ ১টি
খ) পোর্ট এ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট ১টি
পদ: সহকারী অধ্যাপক
বিভাগ ও পদসংখ্যা:
ক) নেভাল আর্কিটেকচার এ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং ১টি
খ) অফশোর ইঞ্জিনিয়ারিং ১টি
গ) ওশানোগ্রাফি ও হাইড্রোগ্রাফি ১টি
ঘ) পোর্ট এ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট ১টি
ঙ) মেরিটাইম ল' ১টি
চ) ইংরেজি ১টি
ছ) নটিক্যাল সাইন্স ১টি
জ) গণিত ১টি
ঝ) রসায়ন ১টি
ঞ) পদার্থবিদ্যা ১টি এবং
ট) বাংলা ১টি
পদ: প্রভাষক
বিভাগ ও পদসংখ্যা:
ক) নটিক্যাল সাইন্স ১টি
খ) নেভাল আর্কিটেকচার এ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং ১টি।
আবেদনের শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০১৭