অভিজ্ঞতা ছাড়াই ব্র্যাক ব্যাংকে আকর্ষণীয় চাকরি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৭, ১৬:২০
জাগরণীয়া ডেস্ক
নতুনদের স্বপ্নের ব্যাংকিং ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ‘অফিসার বা অ্যাসোসিয়েট ম্যানেজার, এক্সটারনাল অ্যাফেয়ার্স’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ইংরেজি ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। যেকোনো গণমাধ্যম বা মিডিয়া-সংশ্লিষ্ট সংস্থায় কাজ করার অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বাংলা ও ইংরেজি ভাষা লেখায় পারদর্শী হতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষতা ও কম্পিউটার চালনার জ্ঞান থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আগামী ৩১ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস ডটকম
0Shares