প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৬৫ নিয়োগ

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৫৮

জাগরণীয়া ডেস্ক

প্রধানমন্ত্রীর কার্যালয়ে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ১৬টি পদে মোট ১৬৫ বাংলাদেশি নাগরিক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩০ ডিসেম্বর।

যেসব পদে নিয়োগ 
যেসব পদে নিয়োগ দেওয়া হবে, সেগুলো হচ্ছে- সহকারী পরিচালক পদে ১৫ জন, টেলিফোন ইঞ্জিনিয়ার পদে একজন, ফিল্ড অফিসার পদে ১৫ জন, রেডিও টেকনিশিয়ান পদে একজন, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ছয়জন, কম্পিউটার অপারেটর পদে একজন, জুনিয়র ফিল্ড অফিসার পদে ২০ জন, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে সাতজন, ওয়্যারলেস অপারেটর পদে ১২ জন, অফিস অ্যাসিস্ট্যান্ট পদে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পাঁচজন, মোটর মেকানিক পদে একজন, গাড়িচালক পদে পাঁচজন, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে একজন, ওয়াচার কনস্টেবল পদে ৬০ জন এবং অফিস সহায়ক পদে ১৪ জন নিয়োগ দেওয়া হবে। 

আবেদন যোগ্যতা
সহকারী পরিচালক : পদটিতে আবেদনের জন্য প্রার্থীর প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

টেলিফোন ইঞ্জিনিয়ার
টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক বা ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক হলে আবেদন করা যাবে পদটিতে। 

ফিল্ড অফিসার
এই পদে আবেদনের জন্য দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

রেডিও টেকনিশিয়ান
এইচএসসি পাস হলেই আবেদন করা যাবে রেডিও টেকনিশিয়ান পদে। তবে থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের ট্রেড কোর্স সনদ ও কম্পিউটার চালনায় দক্ষতা।

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদগুলোয় আবেদনের জন্য প্রার্থীকে এইচএসসি পাস হতে হবে। তা ছাড়া সাঁটলিপি বা টাইপিংয়ে থাকতে হবে নির্দিষ্ট গতি।

কম্পিউটার অপারেটর
পদটিতে আবেদনের জন্য প্রার্থীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার অপারেটর হিসেবে দক্ষতা অর্জন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 

জুনিয়র ফিল্ড অফিসার
এই পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাস ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 

ওয়্যারলেস অপারেটর
উচ্চ মাধ্যমিক পাস হলেই এই পদে আবেদন করা যাবে। থাকতে হবে সংশ্লিষ্ট আরও কিছু যোগ্যতা। 

অফিস অ্যাসিস্ট্যান্ট
পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা থাকা আবশ্যক।

মোটর মেকানিক
এই পদে উচ্চ মাধ্যমিক পাস ও গাড়ি মেরামত সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

গাড়িচালক
অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে এই পদে। তবে থাকতে হবে হালকা ও ভারী যানবাহন চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স। 

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট
পদটিতে আবেদনের জন্য এইচএসসি পাস ও ফটোকেমিক্যাল তৈরিতে পর্যাপ্ত জ্ঞান, ছবি মুদ্রণ ও প্রক্রিয়াকরণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। 

ওয়াচার কনস্টেবল ও অফিস সহায়ক
ওয়াচার কনস্টেবল পদের জন্য এসএসসি ও অফিস সহায়ক পদের জন্য অষ্টম শ্রেণি পাস হতে হবে। এ ছাড়া থাকতে হবে শারীরিক যোগ্যতা। প্রার্থীর বয়স ২০১৬ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী ও প্রতিবন্ধীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। 

বেতন-ভাতা
নিয়োগপ্রাপ্তরা পদ অনুসারে সরকারি বেতন ক্রম-২০১৫ অনুযায়ী আট হাজার ২৫০ থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত বেতন পাবেন। 

আবেদন বিস্তারিত
আগ্রহী প্রার্থীরা টেলিটকের nsi.teletalk.com.bd -এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করে আবেদন করতে পারবেন। এরপর বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী টেলিটক প্রি-পেইড সংযোগের মাধ্যমে ফি জমা দিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত