একাধিক স্থায়ী পদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ
প্রকাশ : ১৩ মে ২০১৮, ০২:২৪
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে চারজন নিয়োগ দেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। পদগুলোতে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।
পদ: শিক্ষক
সহকারী অধ্যাপক- ২ জন
যোগ্যতা
আবেদনকারীর স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সনাতন পদ্ধতিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যেকোনো একটিতে প্রথম বিভাগ ও অন্যটিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তা ছাড়া সনাতন পদ্ধতিতে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় যেকোনো একটিতে প্রথম বিভাগ ও অন্যটিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
বেতন
৩৫,৫০০-৬৭,০১০ টাকা
প্রভাষক- ২ জন
যোগ্যতা
আবেদনকারীর স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সনাতন পদ্ধতিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যেকোনো একটিতে প্রথম বিভাগ ও অন্যটিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে। তা ছাড়া সনাতন পদ্ধতিতে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় যেকোনো একটিতে প্রথম বিভাগ ও অন্যটিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ থাকতে হবে।
বেতন
২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদনের প্রক্রিয়া
দরখাস্তের নির্ধারিত ফরম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (Recruitmant Link) পাওয়া যাবে। নয় কপি আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে প্রত্যেক আবেদনপত্রের সঙ্গে পরীক্ষাগুলোর সত্যায়িত কপি, সঙ্গে রেজিস্ট্রারের অনুকূলে ৫০০ টাকার ব্যাংক ড্রাফট সংযুক্ত করে আগামী ১৭ মে-২০১৮ অথবা তৎপূর্বে নিম্নস্বাক্ষরকারীর অফিসে বিকেল ৫টার মধ্যে পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৭ মে-২০১৮