একাধিক পদে বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটিতে নিয়োগ

প্রকাশ : ১০ মে ২০১৮, ১৬:০০

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর মিরপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তিনটি পদে এই নিয়োগ দেওয়া হবে। 

পদগুলোর নাম
অধ্যাপক 
ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি-একজন।   

যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল/গণিত/মেরিন সায়েন্স/প্রাণিবিদ্যা/ওশানোগ্রাফি/ফিশারিজ/জিওপজি বিষয়ে স্নাতকসহ ওশানোগ্রাফি/মেরিন সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এমফিল/সমমান অথবা পিএইচডি সমমান ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এসএসসি হতে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমান থাকতে হবে। শিক্ষার কোনো স্তরেই তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান এবং গ্রেডিং পদ্ধতিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর কম গ্রহণযোগ্য হবে না।

বেতন
উক্ত পদে বেতন দেওয়া হবে ৫৪ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকা।

সহযোগী অধ্যাপক 
ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি-একজন, ইংরেজি-একজন। 

যোগ্যতা 
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল/গণিত/মেরিন সায়েন্স/প্রাণিবিদ্যা/ওশানোগ্রাফি/ফিশারিজ/জিওপজি বিষয়ে স্নাতকসহ ওশানোগ্রাফি/মেরিন সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এমফিল/সমমান অথবা পিএইচডি সমমান ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া যেতে  পারে। এসএসসি হতে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমান থাকতে হবে। শিক্ষার কোনো স্তরেই তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান এবং গ্রেডিং পদ্ধতিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর কম গ্রহণযোগ্য হবে না।

বেতন
উক্ত পদে বেতন দেওয়া হবে ৫০ হাজার থেকে ৭১ হাজার টাকা।

সহকারী অধ্যাপক
নটিক্যাল সায়েন্স-একজন, পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট-একজন, মেরিটাইম ল-একজন, অফশোর ইঞ্জিনিয়ারিং-একজন, নেভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং-একজন, ইংরেজি-একজন, রসায়ন-একজন, বাংলা-একজন, ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি-দুজন।   

যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল/গণিত/মেরিন সায়েন্স/প্রাণিবিদ্যা/ওশানোগ্রাফি/ফিশারিজ/জিওপজি বিষয়ে স্নাতকসহ ওশানোগ্রাফি/মেরিন সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এমফিল/সমমান অথবা পিএইচডি সমমান ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া যেতে  পারে। এসএসসি হইতে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমান থাকতে হবে। শিক্ষার কোনো স্তরেই তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান এবং গ্রেডিং পদ্ধতিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর কম গ্রহণযোগ্য হবে না।

বেতন
উক্ত পদে বেতন দেওয়া হবে ৫০ হাজার থেকে ৭১ হাজার টাকা। 

প্রভাষক 
ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি-তিনজন, পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট-একজন, অফশোর ইঞ্জিনিয়ারিং-একজন, নেভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং-একজন। 

যোগ্যতা 
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল/গণিত/মেরিন সায়েন্স/প্রাণিবিদ্যা/ওশানোগ্রাফি/ফিশারিজ/জিওপজি বিষয়ে স্নাতকসহ ওশানোগ্রাফি/মেরিন সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এমফিল/সমমান অথবা পিএইচডি সমমান ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া যেতে  পারে। এসএসসি হইতে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমান থাকতে হবে। শিক্ষার কোনো স্তরেই তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান এবং গ্রেডিং পদ্ধতিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর কম গ্রহণযোগ্য হবে না।

বেতন
উক্ত পদে বেতন দেওয়া হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। 

আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে www.bsmrmu.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা
আগামী ৩১ মে-২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত