একাধিক পদে এক্সিম ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৭, ২০:১৭

জাগরণীয়া ডেস্ক

এক্সিম ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (কল সেন্টার/অ্যাগ্রি ফিল্ড) এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে নিয়োগ দেবে। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটি উল্লেখ করা হয়নি।

পদের নাম
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (কল সেন্টার/অ্যাগ্রি ফিল্ড) এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)

যোগ্যতা
ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (কল সেন্টার/অ্যাগ্রি ফিল্ড)

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/চার বছরের ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। ট্রেইনিং এ থাকা অবস্থায় বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা এবং ট্রেইনিং শেষে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে যোগদানের পর বেতন দেওয়া হবে ১৮ হাজার ৯০০ টাকা।

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)
যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/চার বছরের ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না। চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। ট্রেইনিংয়ে থাকা অবস্থায় বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা এবং ট্রেইনিং শেষে অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ) পদে যোগদানের পর বেতন দেওয়া হবে ১৮ হাজার ৯০০ টাকা।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা career.eximbankbd.com এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা
আবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর, ২০১৭ পর্যন্ত।

সূত্র: জাগোজবস ডটকম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত