২৬ এপ্রিল: ইতিহাসের এই দিনে
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৭, ১০:৫৪
২৬ এপ্রিল ২০১৭, বুধবার। ১৩ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৬ তম (অধিবর্ষে ১১৭ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৯১৫ - যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়া লন্ডনের গোপন চুক্তিতে (secret treaty of London) ইতালিকে ব্রেনার গিরিপথ (Brenner pass) পর্যন্ত ত্রেন্তিনো (Trentino), তিরোল (Tirol), ইস্ত্রিয়া (Istria), ডালমাসিয়া (Dalmatia), দোদেকানিজে (Dodecanese) দিতে সম্মত হয়।
১৯৩৩ - সালের এই দিনে নাৎসিদের কুখ্যাত ‘গোপন রাষ্ট্রীয় পুলিশ’ বা গেস্টাপো বাহিনী গঠন করা হয়।
১৯৩৭ - স্পেনের গৃহযুদ্ধকালে জার্মান বিমান থেকে গুয়ের্নিকায় বোমা বর্ষণ করা হয়।
১৯৩৯ - ফ্রাঙ্কোর বিমান হামলায় গোয়ের্নিক শহর ধ্বংস : পিকাসো ক্ষুব্ধ : ‘গোয়ের্নিকা’ ছবি পরিকল্পিত।
১৯৫২ - পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠা হয়।
১৯৫৪ - সালের এই দিনে উত্তর কোরিয়া, চীন, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১৫টি রাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিরা জেনেভায় কোরিয়া সমস্যা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে।
১৯৬১ - ফরাসি সেনাবাহিনীতে বিদ্রোহ ব্যর্থ হয়।
১৯৬২ - ইঙ্গ-আমেরিকান প্রথম উপগ্রহ এরিয়েল উৎক্ষেপিত।
১৯৬৩ - লিবিয়ার সংবিধানে গৃহীত হয় নারীদের ভোটাধিকার।
১৯৬৬ - তাসখন্দে জোরালো ভূমিকম্পে শহরটি ধসে পড়ে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫।
১৯৮৬ - সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ইউক্রেনের প্রিপিয়াত শহরে অবস্থিত চেরনোবিল নিউক্লীয় শক্তি উৎপাদন কেন্দ্রে দূর্ঘটনা ঘটে।
১৯৯১ - মাদকাশক্তির দায়ে বিশ্বননন্দিত ফুটবল তারকা দিয়াগো মারাদোনাকে গ্রেপ্তার করা হয়।
১৯৯৪ - তিন শতকের বর্ণ বৈষম্য ভেঙ্গে দক্ষিণ আফ্রিকায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯৬ - ইহুদীবাদী ইসরাইল দক্ষিণ লেবাননে পরিচালিত অপারেশন ‘গ্রেপস অব রেথ’ গুটিয়ে নিতে বাধ্য হয়।
জন্ম
১৫৬৪ - লেখক, নাট্যকার শেক্সপিয়র।
১৭১১ - দার্শনিক ডেভিড হিউম।
১৮৮৫ - সঙ্গীতজ্ঞ আয়াত আলী খান।
১৮৯৪ - লেখক কাজী আবদুল ওদুদ।
১৮৯৮ - নোবেলজয়ী (১৯৭৭) স্পেনীয় কবি ভিসেন্তে আলেইসান্দ্রে।
মৃত্যু
১৯২০ - শ্রীনিবাস রামানুজন, প্রতিভাবান ভারতীয় গণিতবিদ।
১২১১ - ইরাকের বিখ্যাত মুসলিম কবি কাজেম তামিমি বাগদাদি (৮০)।
১৯৫১ - নারী শিক্ষা সমিতির প্রতিষ্ঠাতা অবলা বসু।