২০ এপ্রিল: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২০ এপ্রিল ২০১৭, ১১:৪৩

জাগরণীয়া ডেস্ক

২০ এপ্রিল, ২০১৭, বৃহস্পতিবার। ০৬ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১০ তম (অধিবর্ষে ১১১ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৭৭০ - জেমস কুক নিউ সাউথ ওয়েলেস আবিষ্কার করেন।
১৯৪০ - ফিলাডেলফিয়ায় ইলেকট্রন মাইক্রোস্কোপ প্রদর্শিত হয়।

জন্ম
১৮৮৯ - এডলফ হিটলার, সাবেক জার্মান চ্যান্সেলর।
১৯১৮ - শওকত আলী, রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের একজন অন্যতম নেতা।
১৯৩৪-  আবুল খায়ের মুসলেহউদ্দিন কবি ও কথাসাহিত্যিক
১৯৪৯ - মাসিমো দালেমা, ইতালীয় রাজনীতিবিদ প্রধানমন্ত্রী।

মৃত্যু
১৯৭৭ - কথাসাহিত্যিক হুমায়ুন কাদির।
২০১১ - জেরার্ড স্মিথ, আমেরিকান গিটার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত