১০ এপ্রিল: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ১০ এপ্রিল ২০১৭, ১১:১২

জাগরণীয়া ডেস্ক

১০ এপ্রিল, ২০১৭, সোমবার। ২৭ চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১০০ তম (অধিবর্ষে ১০১ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৬৩৩ - লন্ডনের দোকানে প্রথম আনারস বিক্রি শুরু।
১৭১০ - ইংল্যান্ডে কপিরাইট আইন চালু।
১৮১৬ - আমেরিকায় দ্বিতীয় ব্যাংক চালু।
১৮২৫ - হাওয়াইতে প্রথম হোটেল চালু।
১৮৩৫ - চার্লস ডারউইনের সান্তিয়াগোতে প্রত্যাবর্তন।
১৮৭৫ - কলকাতায় আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়।
১৯৭১ - বাংলাদেশের অস্থায়ী সরকার বা মুজিবনগর সরকার গঠন।
১৯৭২ - জীবাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর।
১৯৭২ - ইরানে ভয়াবহ ভূমিকম্পে ৩ হাজারেরও বেশি লোক নিহত হয়।

জন্ম
১৮০৯ - বাংলার নবজাগরণের পুরোধা হেনরি ডিরোজিও।
১৮৪৭ – হাঙ্গেরিতে জন্ম নেওয়া খ্যাতনামা আমেরিকান সাংবাদিক জোসেফ পুলিৎজার।
১৯০১ - বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ অমিয় চক্রবর্তী।
 
মৃত্যু
১৭৫৬ - বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব আলীবর্দী খান।
১৯৬৪ - বাংলাদেশের নারী মুক্তি আন্দোলনের নেত্রী শামসুন নাহার মাহমুদ।
২০১৫ - রিচি বেনো, অস্ট্রেলীয় ক্রিকেট অধিনায়ক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত