সুনামগঞ্জে দুই দিনব্যাপী ধামাইল উৎসব
প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৭, ২১:৫৫
সুনামগঞ্জে আন্তর্জাতিক রাধারমণ পরিষদের আয়োজনে শুরু হয়েছে দুই দিনের ধামাইল উৎসব।
শুক্রবার রাত ৮টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।
উৎসবের প্রথম দিনে লোকসংস্কৃতি আলোচনায় মুখ্য আলোচক ছিলেন লোকসংস্কৃতি গবেষক সুবাস উদ্দিন। এর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের সাংস্কৃতিক সংগঠন ধামাইল পরিবেশন করে। ছাতক উপজেলা শিল্পকলা একাডেমি, শ্রীমঙ্গলের নবনাগরী ধামাইল সংঘ, শতদল শিল্পীগোষ্ঠী, বুলবুল সংগীত নিকেতন, জেলা বাউল কল্যাণ সমিতি।
অনুষ্ঠানে আন্তর্জাতিক রাধারমণ পরিষদের সভাপতি ডি চৌধুরী অসিৎ, পুলিশ সুপার হারুন অর রশীদ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক বজলুল মজিদ চৌধুরী খসরু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সজীব রঞ্জন দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় দিনে এই ধামাইল উৎসব সম্পর্কে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, "প্রথমবারের মতো সুনামগঞ্জে এই ধরণের উৎসব হচ্ছে। আমরা মনে করি এই উৎসবের মাধ্যমে ধামাইলকে দেশব্যাপী তথা বিশ্বের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়া সম্ভব। একই সাথে ধামাইল যেন অবিকৃত অবস্থায় সর্বত্র পরিবেশিত হয় সেই বার্তাও আমরা এখান থেকে দিতে চাচ্ছি"।