আজ শত্রুমুক্ত হয়েছিল গোবিন্দগঞ্জ
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৬, ২০:৩৮
জাগরণীয়া ডেস্ক
আজ ১২ ডিসেম্বর। ১৯৭১ সালের এদিনে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর গাইবান্ধার গোবিন্দগঞ্জ পাকহানাদারমুক্ত হয়।
বিভীষিকাময় দিনের শেষে সবুজের মাঝে রক্তলাল পতাকা উড়িয়ে সামগ্রিক বিজয় ছিনিয়ে আনার তিন দিন আগেই গোবিন্দগঞ্জে ওড়ে বিজয়ের পতাকা। মুক্ত হয় গোবিন্দগঞ্জ উপজেলা।
এরপর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ৭১ সালের ১১ ডিসেম্বর ভোর রাতে দিনাজপুরের হিলি-গাইবান্ধা এবং সাঘাটা উপজেলার বোনারপাড়া ও মহিমাগঞ্জ থেকে আসা মুক্তিযোদ্ধাদের ত্রিমুখি আক্রমণে প্রায় দুই’শ পাকসেনা নিহত হয়। পালিয়ে যায় অন্যরা।
পরদিন ১২ ডিসেম্বর জয় বাংলা স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে মুক্তিযোদ্ধা ও ছাত্রজনতা গোবিন্দগঞ্জ হাইস্কুল মাঠে সমবেত হয়ে লালসবুজ জাতীয় পতাকা উত্তোলণ করে।