শৈলকুপায় মূল্যবান লক্ষ্মীমূর্তিসহ ধাতব মুদ্রা উদ্ধার
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০১৬, ১৭:১৬
ঝিনাইদহের শৈলকুপায় মূল্যবান লক্ষ্মীমূর্তিসহ ধাতব মুদ্রা উদ্ধার করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যায় শৈলকুপার হাসপাতাল মসজিদের পাশে একটি কাগজে মোড়ানো বস্তু খুলে উতসুক জনতা দেখতে পায় মূর্তি ও ধাতব মুদ্রা। পরে তা পুলিশের কাছে তুলে দেয়া হয়।
পুলিশ জানায়, সোনালী রং এর প্রায় আধা কেজি ওজনের ৪ ইঞ্চি উচ্চতার ধাতব মূর্তিটি একটি পূর্ণাঙ্গ লক্ষ্মী মূর্তি। এছাড়া ১ ভরি ওজনের রূপার একটি ধাতব মুদ্রা যা রাজা সপ্তম এডওয়ার্ডের সময়কালের। পয়সাটির গায়ে ১৯০৩ সাল লেখা আছে।
শৈলকুপার সাবেক কমিশনার এম হাসান মুসা ও বর্তমান কমিশনার শওকত হোসেন জানান, মসজিদের ইমামের কাছ থেকে জানতে পারেন কাগজে মোড়ানো বস্তু পড়ে আছে। তারপর তা খুলে দেখা হয় ও থানায় জমা দেয়া হয়।
শৈলকুপা থানার এসআই সঞ্জয় কুমার জানান, উদ্ধারকৃত মূর্তি ও পয়সা প্রাচীন যুগের নিদর্শন ও মূল্যবান বস্তু।