১৮ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৭

জাগরণীয়া ডেস্ক

আজ ১৮ ফেব্রুয়ারি, গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৯তম দিন। বছর শেষ হতে আরো ৩১৬ (অধিবর্ষে ৩১৭) দিন বাকি রয়েছে। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১১২৩ - সম্রাট ফ্রেডরিক জেরুজালেম দখল করেন।
১৫৩৬ - ফ্রান্স ও তুরস্ক বাণিজ্য চুক্তি করে।
১৭৮৭ - অস্ট্রিয়ার সম্রাট শিশুশ্রম নিষিদ্ধ করেন।
১৮৩৯ - ডেট্রয়েট বোট ক্লাব গঠিত হয়।
১৮৬১ - প্রথম ইতালিয় পার্লামেন্ট অধিবেশন শুরু হয়।
১৮৮৫ - মার্ক টোয়েনের বিখ্যাত বই এডভেঞ্চার অব হাকলবেরি ফিন প্রকাশিত হয়।
১৯০০ - বোয়ের যুদ্ধে পারডারবাগে ৪ শ’ লোকসহ পিয়েত ক্রোনিয়ের বৃটিশদের কাছে আত্মসমর্পণ করেন।
১৯১৫ - ডুবোজাহাজের মাধ্যমে জার্মানির ব্রিটেন অবরোধ শুরু হয়।
১৯২১ - ব্রিটিশ সৈন্যরা ডাকলিন দখল করে।
১৯২৬ - বিখ্যাত রীফ নেতা আবদুল করিম খাত্তাবি ফ্রান্স এবং স্পেনীয় যৌথ বাহিনীর হাতে পরাজিত হন।
১৯৩০ - প্লুটো আবিষ্কৃত হয়।
১৯৩৪ - আলজেরিয়ার বিখ্যাত যোদ্ধা আমির আবদুল কাদেরর হাতে আগ্রাসী ফরাসি সেনারা শোচনীয়ভাবে পর্যুদস্ত হয়।
১৯৪২ - জাপানি সৈন্যরা বালিতে অবতরণ করে।
১৯৫১ - নেপাল সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা।
১৯৬৫ - গাম্বিয়ার স্বাধীনতা লাভ করে।
১৯৬৯ - রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা পাকিস্তানী সেনাবাহিনীর হাতে নিহত হন।
১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আফগানিস্তান।
১৯৭৬ - বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের নাগিরকত্বে ভূষিত করা করা হয়।
১৯৭৯ - বাংলাদেশের জাতীয় পরিষদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।
১৯৮৮ - রাশিয়ার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো থেকে বরিস ইয়েলৎসিনকে বরখাস্ত করে।
১৯৮৯ - আফগানিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করে।
১৯৯১ - কেনিয়ায় গ্রিস দূতাবাসে লুকিয়ে থাকার ৩ দিন পর তুরস্কের কুর্দি নেতা আবদুল্লাহ ওজালানকে গ্রেফতার করা হয়।
১৯৯৩ - হাইতিতে ফেরি ডুবে দু’হাজার লোকের মৃত্যু ঘটে।
১৯৯৭ - বাংলাদেশে প্রথম বেসরকারি বিমান সংস্থার যাত্রীবহন শুরু হয়।

জন্ম:
১৪৮৬ - ভারতে গৌড়ীয় বৈষ্ণবধর্মের প্রবর্তক যুগাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস ।
১৭৪৫ - আলেসান্দ্রো ভোল্টা, ইতালীয় পদার্থবিজ্ঞানী।
১৮৩৬ - ভারতের যোগসাধক,দার্শনিক ও ধর্মগুরু শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব দিবস।
১৮৯৪ - ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী রাজনীতিক ও সমাজতান্ত্রিক ব্যক্তিত্ব রফি আহমেদ কিদোয়াই ।
১৯২৭ - ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও সুরকার মহম্মদ খৈয়াম হাশমি ।
১৯৫২ - আনিসুজ্জামান, বাংলাদেশী শিক্ষাবিদ ও লেখক।
১৯৮২ - গায়ত্রী মহন্ত, ভারতের অসম রাজ্যের চলচ্চিত্র অভিনেত্রী।

মৃত্যু:
১৫৬৪ - মাইকেলেঞ্জেলো, ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি।
১৮৫১ - কার্ল গুস্তাফ ইয়াকপ ইয়াকবি, জার্মান গণিতবিদ।
১৯৪৯ - নিথেতো আলকালা-থামোরা, স্পেনের প্রধানমন্ত্রী।
১৯৬৯ - মোহাম্মদ শামসুজ্জোহা, বাঙালি শিক্ষাবিদ এবং অধ্যাপক।
১৯৭৪ - মুক্তিসংগ্রামী, চারণকবি ও সাংবাদিক বিজয়লাল চট্টোপাধ্যায়।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত