২৮ আগস্ট: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৮ আগস্ট ২০১৯, ১২:৪৪

জাগরণীয়া ডেস্ক
বাংলা ও হিন্দি চলচ্চিত্রের কৃতী অভিনেত্রী সুমিত্রা দেবী

আজ সোমবার, ২৮ আগস্ট ২০১৯, ১৩ ভাদ্র ১৪২৬। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪০তম (অধিবর্ষে ২৪১তম) দিন। বছর শেষ হতে আরো ১২৫ দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়

ঘটনাবলী :
১১৮৯- তৃতীয় ক্রুসেড শুরু হয়।
১৫১১- পর্তুগিজরা মালাক্কা দখল করে।
১৬১৯- দ্বিতীয় ফার্দিনান্দ রোমান সম্রাট হিসেবে নির্বাচিত হন।
১৮৪৫ - সায়েন্টিফিক আমেরিকানের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৮৫০ - হনুলু শহরের মর্যাদা পায়।
১৮৮৩- ব্রিটিশ সাম্রাজ্যে দাসপ্রথা বাতিল ঘোষিত হয়।
১৯১৬- রোমানিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জার্মানি।
১৯১৯ - জেনারেল জন স্মাটস দক্ষিণ আফ্রিকার প্রধানমন্ত্রী হন।
১৯৭১- মুক্তিফৌজ ও মুক্তিযোদ্ধাদের একীভূত করে মুক্তিবাহিনী নামকরণের সিদ্ধান্ত হয়।
১৯৯০- ইরাক আনুষ্ঠানিকভাবে কুয়েতকে তার ১৯তম প্রদেশ ঘোষণা করে।
১৯৯৭ - ইসরাইল বেহেত্লহেম থেকে অবরোধ তুলে নেয়ায় যুক্তরাষ্ট্রের অভিনন্দন।

জন্ম:
১০২৫- জাপান সম্রাট গো-রেইজেই।
১৫৯২ - বাকিংহামের প্রথম ডিউক জর্জ ভিলিয়ার্স।
১৭৪৯- প্রখ্যাত জার্মান কবি ও লেখক উলফগঙ্গ গ্যাটে।
১৮২৮- খ্যাতিমান রুশ লেখক ও সাহিত্যিক লিও তলস্তয়।
১৮৪৯ - জার্মানীর খ্যাতনামা লেখক ও কবি ভন গেটে।
১৮৫৫- সাহিত্যিক-সম্পাদিকা স্বর্ণকুমারী দেবী।

মৃত্যু :
৬৫৬ - হযরত সালমান ফারসী (র:)।
১৩৪১ - আর্মেনিয়ার রাজা পঞ্চম লিও।
১৪৮১ - পর্তুগালের পঞ্চম আফোনসো।
১৯৮০- ভারতীয় বাঙালি রস সাহিত্যিক শিবরাম চক্রবর্তী।
১৯৮৩- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বাবা, ভাষাসংগ্রামী এম এ ওয়াদুদের মৃত্যুবার্ষিকী।
১৯৮৭- শিক্ষাবিদ ও দার্শনিক অধ্যক্ষ সাইদুর রহমান।
১৯৯০- বাংলা ও হিন্দি চলচ্চিত্রের কৃতী অভিনেত্রী সুমিত্রা দেবী।
২০১২ - মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য ও বঙ্গবন্ধুর একান্ত সহচর নেত্রকোনার মোহনগঞ্জের আওয়ামী লীগ নেতা ডা. আখলাকুল হোসাইন আহমেদের মৃত্যুবাষিকী।
২০১৬ - কবি শহীদ কাদরী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত