১৩ আগস্ট: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ১৩ আগস্ট ২০১৯, ১২:১০

জাগরণীয়া ডেস্ক

১৩ আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২২৫তম (অধিবর্ষে ২২৬তম) দিন। বছর শেষ হতে আরো ১৪০ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী
২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতার ফাইনালে ইতালির ফেডেরিকা পেলেগ্রিনি অলিম্পিক তথা বিশ্বরেকর্ড সৃষ্টি করেন ১:৫৪.৮২ সময়ে।

জন্ম
১৮৮৮ - জন বেয়ার্ড, টেলিভিশনের আবিস্কারক।
১৮৯৯ - স্যার আলফ্রেড যোসেফ হিচকক, ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক ছিলেন।
১৯২৬ - ফিদেল ক্যাস্ট্রো, কিউবার বর্তমান প্রেসিডেন্ট।
১৯৬৩ - শ্রীদেবী, ভারতীয় অভিনেত্রী। (মৃ. ২০১৮)

মৃত্যু
১৯১০ - ফ্লোরেন্স নাইটিঙ্গেল ৷
১৯৪৬ - এইচ জি ওয়েল্‌স, ইংরেজ ঔপন্যাসিক।
২০১১ - তারেক মাসুদ, বাংলাদেশ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও গীতিকার
২০১১ - মিশুক মুনীর, সম্প্রচার সাংবাদিকতার রূপকার, চিত্রগ্রাহক ও সাংবাদিকতা ব্যক্তিত্ব।

ছুটি ও অন্যান্য
বিশ্ব বা-হাতি দিবস ৷

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত