২৬ অক্টোবর: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৬ অক্টোবর ২০১৮, ১২:১৪

জাগরণীয়া ডেস্ক

 

২৬ অক্টোবর ২০১৮, শুক্রবার। ১১ কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯৯তম (অধিবর্ষে ৩০০তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৮১৪  ভারতের গভর্নর জেনারেল নেপালী গুর্খাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।
১৮৬৩  জেনেভায় সংগঠিত হয় বিশ্ব রেড ক্রস।
১৮৬৩ ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন গঠিত হয়। ব্রিটেনের ফুটবল সমিতি লণ্ডনে প্রতিষ্ঠিত হয় এবং ফুটবল খেলার প্রথম নিয়মাবলী প্রণয়ন করা হয়, তাতে আধুনিক ফুটবলের জন্ম ঘোষিত হয়। পরে এই দিনকেই আধুনিক ফুটবলের জন্মদিবস হিসেবে নির্ধারণ করা হয়।
১৮৯৬  আবিসিনিয়া ও ইতালি শান্তি চুক্তি করে।
১৯০০ নিউ ইয়ার্ক সাবওয়ের প্রথমভাগ খুলে দেওয়া হয়।
১৯১২ টেমসের নিচে উলউইচ টানেল খুলে দেওয়া হয়।
১৯২১ সলোমন পোর্টর হুড লাইবেরিয়ার মন্ত্রী হন।
১৯২১ শিকাগো থিয়েটার খুলে দেওয়া হয় ।
১৯২২ চাপের মুখে ইতালির মন্ত্রিসভা পদত্যাগ করে।
১৯৩৪ মহাত্মা গান্ধীর উদ্যোগে গ্রামীণ শিল্প সমিতি প্রতিষ্ঠিত হয়।
১৯৩৬ মাও জে দংয়ের নেতৃত্বে চীনে লংমার্চ শুরু হয়।
১৯৪১ আমেরিকায় সঞ্চয়পত্র বিক্রি শুরু হয়।
১৯৪৭ ইরাক ব্রিটিশ সেনাদের দখল থেকে মুক্ত হয়।
১৯৪৯ প্রেসিডেন্ট হ্যারি ট্রম্যান ন্যূনতম মজুরি ৪০ সেন্ট থেকে বাড়িয়ে ৭৫ সেন্ট করেন।
১৯৫২ পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন গঠিত হয়। 
১৯৫৫ ভিলেজ ভয়েসের প্রথম সংস্করণ প্রকাশিত হয়।
১৯৫৫ মার্কিন সরকারসহ পশ্চিমা সরকারগুলোর ষড়যন্ত্রে দক্ষিণ ভিয়েতনাম গঠন করা হয়।
১৯৫৬ সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধ হাঙ্গেবির বিদ্রোহ ঘোষণা।
১৯৫৯ পাকিস্তান সরকার মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করে।
১৯৬২ বিটলস ‘প্লিজ প্লিজ মি’ ও ‘আস্ক মি হোয়াই’ রেকর্ড করে।
১৯৭১ চীন জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৮৮ ব্রিটেনের ‘বুকার প্রাইজ’ পান অস্ট্রেলীয় কথা শিল্পী পিটার কেরি।

জন্ম
১৭৫৭ অস্ট্রিয়ান দার্শনিক কার্ল লিওনহার্ড রেইনহোল্ড জন্মগ্রহন করেন। 
১৮৭৩ বাঙালি রাজনীতিবিদ শের-এ-বাংলা আবুল কাশেম ফজলুল হক জন্মগ্রহণ করেন।
১৮৭৯ রুশ বিপ্লবী নেতা লিও ট্রটস্কি জন্মগ্রহণ করেন।
১৮৮০ রুশ দেশের প্রখ্যাত সাহিত্যিক আন্দ্রে বেলি জন্মগ্রহণ করেন।
১৮৮৮ বিংশ শতাব্দীর বিখ্যাত বাঙালি কবি এবং সাহিত্য সমালোচক মোহিতলাল মজুমদার জন্মগ্রহণ করেন।
১৮৯০ ভারতীয় সাংবাদিক ও রাজনীতিবিদ গণেশ শংকর ভর জন্মগ্রহণ করেন।
১৯১৯ ইরানের শাহ মুহাম্মদ রেজা পাহলভী জন্মগ্রহণ করেন।
১৯৭২ বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক ( রিয়াজ ) জন্মগ্রহণ করেন।
১৯৭৪ ভারতীয় অভিনেত্রী, প্রযোজক এবং সাবেক মডেল রবিনা ট্যান্ডন জন্মগ্রহণ করেন।
১৯৮৫ ভারতীয় অভিনেত্রী অসিন জন্মগ্রহণ করেন।
১৯৯২ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী আমালা পল জন্মগ্রহন করেন।

মৃত্যু
১২৩৫  হাঙ্গেরির রাজা অ্যান্ড্রেস দ্বিতীয় আরপাড মৃত্যুবরণ করেন।
১২৯৩ ইরানের বিশিষ্ট আলেম, ফক্বীহ ও শিক্ষক আয়াতুল্লাহ সাইয়েদ আবদুল মোহাম্মাদ মুসাভী ইন্তেকাল করেন।
১৯৭৯ দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি পার্ক চুং হি নিহত হন।
১৯৯৫ ফিলিস্তিন ইসলামী জিহাদ দলের মহাসচিব ডঃ ফাতহি শাক্বাকি ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদের অনুচরদের হাতে মাল্টায় শাহাদত বরণ করেন।
২০১৩ আমেরিকান গায়ক, গীতিকার এবং প্রযোজক আল জনসন মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত