২৫ মার্চ: ইতিহাসের এই দিনে
প্রকাশ : ২৫ মার্চ ২০১৮, ১৪:৪১
২৫ মার্চ ২০১৮, রবিবার। ১০ চৈত্র, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৮৪ তম (অধিবর্ষে ৮৫ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৫৭০ - পোপ পঞ্চম পায়াম কর্তৃক ব্রিটেনের রানি প্রথম এলিজাবেথ ধর্মচ্যুত হন।
১৬৩৪ - মেরিল্যান্ডে প্রথম বসতি স্থাপনকারীদের আগমন ঘটে।
১৮০৭ - ব্রিটিশ পার্লামেন্ট দাসপ্রথা বিলোপ করে।
১৮৬২ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।
১৮৯৫ - ইতালিয়ান বাহিনী আবিসিনিয়া (ইথিওপিয়া) দখল করে নেয়।
১৯৬১ - ব্রিটিশদের কাছ থেকে কুয়েত স্বাধীনতা লাভ করে।
১৯৭১ - পাকিস্তানি সামরিক বাহিনী ঢাকাসহ সারাদেশে বাঙালিদের ওপর পূর্বপরিকল্পিত গণহত্যা শুরু করে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে। এ গণহত্যাযজ্ঞের নাম দেওয়া হয় ‘অপারেশন সার্চলাইট’।
১৯৮৬ –বিশ বছরেরও বেশি সময় ক্ষমতায় থাকা ফিলিপাইনের শাসক মার্কোস গণঅভ্যুত্থানে পদচ্যুত হন।
জন্ম
১৯১৪ - নরম্যান বোরল্যাগ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মার্কিন কৃষি বিজ্ঞানী।
১৯২০ - পল স্কট, ব্রিটিশ ঔপন্যাসিক।
১৯৪৭ - স্যার এলটন জন, ব্রিটিশ গায়ক, গীতিকার ও পিয়ানো বাদক।
১৯৬৫ - সারাহ জেসিকা পার্কার, মার্কিন অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।
মৃত্যু
১৫৮৬ – বীরবল, সম্রাট আকবরের সভাকবি।
১৭৫৪ - উইলিয়াম হ্যামিলটন, ব্রিটিশ কবি।
১৮০১ - নোভালিশ, জার্মান কবি ও লেখক।
১৯১৪ - ফ্রেডেরিক মিস্ত্রাল, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি কবি ও সাহিত্যিক।
ছুটি ও অন্যান্য
১৯৭১-এর গণহত্যার রাত্রি, গণহত্যা দিবস