২ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৮, ১২:০৭

জাগরণীয়া ডেস্ক

০২ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার। ২০ মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩৩ তম (অধিবর্ষে ৩৪ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৮১৪ -  কলকাতায় ভারতীয় সংগ্রহালয় (ইন্ডিয়ান মিউজিয়াম) প্রতিষ্ঠিত হয়।
১৮১৭ -  শিক্ষা ও খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে চার্চ মিশনারি সোসাইটির প্রথম শাখাটি কলকাতায় স্থাপিত হয়।
১৮৫৩ -  শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে সরকারি উকিল নিযুক্ত হন।
১৮৬২ -  শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি নিযুক্ত হন।
১৯৫৯ -  শিশিরকুমার ভাদুড়ী কর্তৃক ভারত সরকার প্রদত্ত "পদ্মভূষণ" সম্মান প্রত্যাখ্যান।
১৯৮৯ -  সত্যজিৎ রায়কে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান "লিজিয়ন ডি অনার" প্রদান।

জন্ম
১৬৫০ - ত্রয়োদশ বেনেডিক্ট, পোপ।
১৮৮২ - জেমস জয়েস, আইরিশ লেখক ও কবি।
১৮৮৬ - উইলিয়াম রোজ বেনেট, মার্কিন কবি ও লেখক।
১৯১৫ - খুশবন্ত সিং, ভারতীয় সাংবাদিক ও বিখ্যাত রম্যলেখক।
১৯৩৬ - সুমিতা দেবী, বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র অভিনেত্রী। 
১৯৩৯ - হাসান আজিজুল হক, প্রখ্যাত বাঙালি গল্পকার ও কথাসাহিত্যিক।
১৯৪৪ – মো. আলী সিদ্দীকী, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
১৯৫৩ - বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান।
১৯৫৬ - আদনান ওকতার, তুরস্কের তাত্ত্বিক ও লেখক।
১৯৬৮ - আমিনুল ইসলাম, বাংলাদেশী ক্রিকেট খেলোয়াড়।
১৯৭৭ - শাকিরা, কলম্বিয়ান সঙ্গীত শিল্পী।

মৃত্যু
১৯৩৬ - বিপিনবিহারী গুপ্ত, বাঙালি সাহিত্যিক ও সমালোচক। (জন্ম ১৮৭৫)
১৯৫৮ - মাওলানা আবুল কালাম আজাদ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা ও ভারতের প্রথম শিক্ষামন্ত্রী।
১৯৬৪ - সৈয়দ আবদুস সামাদ, বাঙালি ফুটবলার।
১৯৭০ - বারট্রান্ড রাসেল, ইংরেজ গণিতজ্ঞ, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক এবং নোবেল বিজয়ী সাহিত্যিক।
১৯৮৮ - বাঙালি পটুয়া কামরুল হাসান।
২০০৬ - মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত