২১ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২১ জানুয়ারি ২০১৮, ১৪:১৮

জাগরণীয়া ডেস্ক

২১ জানুয়ারি ২০১৮, রবিবার। ৮ মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১ তম (অধিবর্ষে ২২ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৯৬০ - বেগবর্ধক শক্তি আর ওজনশূণ্যতায় সৃষ্ট প্রভাব পরীক্ষা করার জন্য প্রথমবারের মতো তিন বছর বয়সী একটি বানর মহাকাশে প্রেরণ।
২০০২ - কানাডিয়ান ডলার, আমেরিকান ডলারের তুলনায় সর্বকালের সর্বনিম্ন বিনিময় মূল্য পায় (১ কানাডিয়ান ডলার = ০.৬১৭৯ আমেরিকান ডলার)।
২০০৩ - মেক্সিকোর কোলিমা রাজ্যে ৭.৬ মাত্রার ভূ-কম্পনে ২৯জন নিহত এবং আনুমানিক ১০,০০০ লোক গৃহহীন হয়ে পড়ে।
২০০৫ - বেলাইজের বেলমোপান এলাকায় সরকারের নতুন করনীতির প্রতিবাদে দাংগা ছড়িয়ে পড়ে।
২০০৮ - কালো সোমবার হিসেবে বিশ্বব্যাপী শেয়ার বাজারে প্রতিষ্ঠিত। এফটিএসই ১০০-এর সূচক একদিনে সবচেয়ে বড় পতন ঘটে। 

জন্ম
১৯৫৩ - পল অ্যালেন, মার্কিন ব্যবসায়ী এবং মাইক্রোসফট -এর সহপ্রতিষ্ঠাতা।
১৯৫৬ - জিনা ডেভিস, একজন মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী এবং প্রাক্তন ফ্যাশন মডেল।
১৯৮৬ - সুশান্ত সিং রাজপুত, ভারতীয় অভিনেতা।

মৃত্যু
১৭৩৩ - বার্নার্ড ম্যান্ডেভিল, ছিলেন একজন অ্যাংলো-ডাচ দার্শনিক, রাজনৈতিক অর্থনীতিবিদ এবং ব্যাঙ্গ রচয়িতা।
১৯২৪ - ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ (ছদ্মনাম লেনিন) তত্কালীন সোভিয়েত ইউনিয়নের বিপ্লবী এবং কমিউনিস্ট রাজনীতিবিদ।
১৯৪৫ - রাসবিহারী বসু, ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক। 
১৯৫০ - জর্জ অরওয়েল, এক কালোত্তীর্ণ ইংরেজ সাহিত্যিক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত