৭ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৮, ১৪:৩৫

জাগরণীয়া ডেস্ক

৭ জানুয়ারি, ২০১৭, রবিবার। ২৪ পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৭ তম (অধিবর্ষে ৮ তম) দিন।একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৬১০ - গ্যালিলিও গ্যালিলি বৃহস্পতির ৪টি চাঁদ/উপগ্রহ আবিস্কার ও পর্যবেক্ষণ করেন।
১৭৮২ - আমেরিকার প্রথম কেন্দ্রীয় ব্যাংক "ব্যাংক অব নর্থ আমেরিকা" চালু।
১৭৮৫ - ফ্রান্সের জন ব্যাল্ন্চার্ড ও আমেরিকার জন জেফার ইংল্যান্ডের ডোভার থেকে ফ্যান্সের ক্যালাস পর্যন্ত গ্যাস বেলুনে উড়ে যান।
১৭৯৭ - বর্তমান ইতালির পতাকা প্রথম ব্যবহার করা হয়।
১৯২৭ - প্রথম ট্রান্সআটলান্টিক টেলিফোন সার্ভিস প্রতিষ্ঠিত। নিউ ইয়র্ক থেকে লন্ডন সংযোগের মাধ্যমে এটার কাজ শুরু হয়।
১৯৪০ - শীতকালীন যুদ্ধ: ফিনিস নবম ডিভিসন ফিনল্যান্ড আক্রমনকারী সোভিয়েত বাহিনীকে সম্পূর্ণ রূপে ধ্বংস করে দেয়।
১৯৪৫ - তৎকালীন জেনারেল ফিল্ড মার্শাল র্বানাড মন্টেগোমারী সংবাদ সম্মেলনে ব্যাটল অব বুলাগ জয়ের মূল কৃতিত্ব দাবি করেন।
১৯৫২ - আমেরিকান প্রেসিডেন্ট হ্যারি ট্রুমেন হাইড্রোজেন বোমা তৈরির কথা জানান।
১৯৫৯ - আমেরিকা কিউবার ফিদেল ক্যাস্ত্রোর নতুন সরকারকে স্বীকৃতি দেয়।
১৯৮৪ - ব্রুনাই আসিয়ান-এর ৬তম সদস্যপদ গ্রহণ করে। 
১৯৮৯ - জাপানী সম্রাট হিরোহিতোর মৃত্যুর পর আকিহিতো জাপানের নতুন সম্রাট নির্বাচিত হন।
১৯৯৩ - বসনিয়া যুদ্ধ: বসনিয়ার সেনাবাহিনী ক্রাভিকের স্রেব্রেনিচা গ্রামে আৎসিক অভিযান পরিচালনা করে।
 
জন্ম
১৮০০ - মিলার্ড ফিল্‌মোর, মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রয়োদশ রাষ্ট্রপতি।
১৯৭৯ - বলিউডের বাঙালি অভিনেত্রী বিপাশা বসু।
১৯৪৮ - কেন্নি লগ্গিনস, মার্কিন রক গায়ক।
১৯৪৮ - ইচিরু মিজুকি, জাপানি ভয়েস অভিনেতা।
১৯৯১ - বেলজিয়াম ফুটবল তারকা এডেন হ্যার্জাড।

মৃত্যু
১৯৪৩ - নিকোলা টেসলা, বিখ্যাত সার্বিয় - মার্কিন আবিষ্কারক, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী।
১৯৯৮ - রিচার্ড হ্যামিং, মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত