২২ নভেম্বর: ইতিহাসের এই দিনে
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৭, ২৩:৩৫
২২ নভেম্বর, ২০১৭, বুধবার। ০৮ অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২৬ তম (অধিবর্ষে ৩২৭ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৮৫৬ - বিধবা বিবাহ আইনের প্রেক্ষাপটে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকায় এই মর্মে বিজ্ঞপ্তি ছাপা হয় যে, বিধবা বিবাহ করলে বরকে এক হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।
১৮৫৭ - সিপাহি বিদ্রোহের এক পর্যায়ের ঢাকার লালবাগ দুর্গে সিপাহি ও ইংরেজদের মধ্যে সংঘর্ষ হয়।
১৯৯১ - মিশরীয় উপপ্রধানমন্ত্রী ড. বুত্রো বুত্রোস ঘালি জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পান।
১৯৪৩ - লেবানন ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৫৪ - যুক্তরাষ্ট্রের হিউম্যান সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
জন্ম
১৭৮৭ - রাস্মুস রাস্ক, একজন ডেনীয় ভাষাতাত্ত্বিক ও পণ্ডিত।
১৮৬৯ - নোবেলজয়ী [১৯৪৭] ফরাসি কথাশিল্পী ও সমালোচক আঁদ্রে জিদ।
১৮৭০ - হ্যারি গ্রাহাম, মেলবোর্নে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৮৮৬ - বেণী মাধব দাস, একজন প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক এবং দেশপ্রেমিক।
১৯০৪ - নোবেলজয়ী [১৯৭০] ফরাসি পদার্থবিদ লুই নিল।
১৯১৭ - শরীরবিদ্যা/ভেষজশাস্ত্রে নোবেলজয়ী [১৯৭৩] ব্রিটিশ জীবজিজ্ঞানী স্যার অ্যানড্রু ফিল্ডিং হাক্সেল।
মৃত্যু
১৭৭৪ - রবার্ট ক্লাইভ, ভারত উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালনকারী।
১৯৪৪ - আর্থার স্ট্যানলি এডিংটন, বিজ্ঞানী।
১৯৬৩ - জন এফ. কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি।
১৯১৬ - মার্কিন কথাসাহিত্যিক জ্যাক লন্ডন।