৩১ জুলাই: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ৩১ জুলাই ২০১৭, ১৪:৪৯

জাগরণীয়া ডেস্ক

৩১ জুলাই, ২০১৭, সোমবার। ১৬ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২১২ তম (অধিবর্ষে ২১৩ তম) দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৪৯৮ – বিখ্যাত অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস ত্রিনিদাদে উপস্থিত হন।
১৬৫৮ - সম্রাট আওরঙ্গজেব আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন ও সমাবর্তন উৎসব সম্পন্ন করেন।
১৯৫৪ - ইতালীয় পর্বতারোহী দল প্রথম হিমালয়ের কে-২ শৃঙ্গে আরোহণ করেন।
১৯৯১ - সোভিয়েত-মার্কিন দূরপাল্লার পারমাণবিক অস্ত্রহ্রাস চুক্তি ‘স্টার্ট’ স্বাক্ষরিত হলে দুদেশের মধ্যে বিরাজমান পাঁচ দশকব্যাপী বিরোধের অবসানে কার্যকর পদক্ষেপ ঘটে।

জন্ম
১৭১৮ - ইংরেজ পদার্থবিদ জন ক্যান্টন।
১৮৭৫ - ফরাসি চিত্রকর জাক ভিয়ঁর।
১৮৮০ - হিন্দি কথাসাহিত্যিক মুনসি প্রেমচাঁদ।
১৯১১ - বংশীবাদক পান্নালাল ঘোষ।
১৯৬৬ - জনপ্রিয় ‘সুপারম্যান’ চরিত্রের মার্কিন টিভি অভিনেতা ডীন কেইন।

মৃত্যু
১৮৭৫ - অ্যান্ড্রু জন‌সন, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি।
১৯৪৩ - হেডলি ভেরিটি, পেশাদার ইংরেজ ক্রিকেটার।
১৯৮০ - ‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সংগীতশিল্পী মোহাম্মদ রফি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত