মেয়াদোত্তীর্ণ টিটি ইনজেকশনে ছাত্রী শয্যাশায়ী

প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৭, ২৩:৩৭

জাগরণীয়া ডেস্ক

মেয়াদোত্তীর্ণ টিটি ইনজেকশনের ফলে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউপির হুসোর খালী গ্রামের হতদরিদ্র কৃষক আইনালের নবম শ্রেণীতে পড়ুয়া কন্যা খাদিজা (১৩) শয্যাশায়ী। অথর দেহ নিয়ে বসে থাকতে দেখা যায় খাদিজাকে। 

খাদিজা বলে, গত ১২ মার্চ বেলা আনুমানিক ১১টার সময় ভোগের দাড়ী কমিউনিটি ক্লিনিকের কর্তব্যরত কর্মচারী রেজার পরিচালনায় মাহফুজ নামের স্বাস্থ্যকর্মী আমার শরীরে টিটি ইনজেকশন পুশ করে। পর দিন থেকে আমার হাত পা অবশ হতে শুরু করে। আমার দরিদ্র পিতা আমার অবস্থা আশংকাজনক দেখে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিলে কর্তব্যরত ডাক্তার যশোরে রেফার্ড করে পরবর্তীতে ঢাকাতে নিয়ে চিকিৎসা করান। বর্তমানে আমি বাড়ীতে শয্যাশায়ী। আমার হাত পা অবশ হয়ে গেছে। আমার দরিদ্র পিতার চোখে মুখে হতাশার ছাপ। 

এ ব্যাপারে খাদিজার পিতা আইনাল বলেন, ক্লিনিকের কর্মচারী রেজার অবহেলার কারণেই মেয়াদউত্তীর্ণ টিটি ইনজেকশনে আমার হাসিখুশি স্কুল পড়ুয়া কন্যা আজ শয্যাশায়ী। 

এই ব্যাপারে কমিউনিটি ক্লিনিকের রেজার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত