কোন বয়সে কত ঘণ্টা ঘুমের প্রয়োজন

প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৮:০৪

জাগরণীয়া ডেস্ক

ঘুম মানুষের জীবনে এক অপরিহার্য অংশ। ঘুম ছাড়া কোনো অবস্থাতেই একজন মানুষ সুস্থ স্বাভাবিক থাকতে পারে না। মানবদেহটা একটা বিশাল কম্পিউটারের মত। হার্ট, ফুসফুস, লিভার, কিডনি, ব্রেইন, স্নায়ুতন্ত্র  সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে সুনির্দিষ্ট পন্থায়। মানবদেহ অতি সূক্ষ্ম আধুনিক সফটওয়ারের মত স্বয়ংক্রিয়ভাবে বিরামহীন ভাবে মানব শরীর চলছে। তাই এই মানব শরীরকে সুস্থ রাখতে হলে প্রয়োজন নির্দিষ্ট পরিমাণ ঘুম। ভালো, ঝরঝরে ঘুম, শরীরকেও ঝরঝরে রাখে। 

কোন বয়সে কতটা ঘুম জরুরি- একটি সমীক্ষার বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে।

- ৩-১২ বছরের শিশুদের জন্য ১০ ঘণ্টা

- ১৩-১৮ বছরের কিশোর কিশোরীদের জন্য ১৩ ঘণ্টা

- ১৯-৫৫ বছরের জন্য ৮ ঘণ্টা

- ৬৫ উর্দ্ধ মানুষের জন্য ৬ ঘণ্টা
স্বাস্থ্য বিজ্ঞান বলছে, অনশনে মানুষ ১৪ দিন বাঁচতে পারে। না ঘুমিয়ে ১০ দিনের বেশি বাঁচা যায় না। তাই শরীর সুস্থ রাখতে, কাজ ভালো করতে ও মগজকে রিচার্জ করতে ঘুম অত্যন্ত জরুরি। ঘুমহীনতা মানুষকে মানসিকভাবেও অসুস্থ করে তোলে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত