করোনা সংক্রমণের নতুন ৬ উপসর্গ
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২০, ১৯:৫৯
বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রথম থেকেই বলে আসছেন জ্বর, কাশি ও গলাব্যথা হচ্ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রধান লক্ষণ। এবার করোনা সংক্রমণের নতুন ছয় উপসর্গ চিহ্নিত করল মার্কিন স্বাস্থ্য সংস্থা (সিডিসি)।
আসুন জেনে নিই মার্কিন স্বাস্থ্য সংস্থার তালিকায় যুক্ত হওয়া নতুন ছয় উপসর্গের কথা।
মার্কিন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, শরীরে ভাইরাস প্রবেশের ১৪ দিনের মধ্যে দেখা দিতে পারে এসব উপসর্গ। শ্বাসকষ্টের সমস্যাকে চরম বিপদের লক্ষণ বলে জানিয়েছে সিডিসি।
পেশীর যন্ত্রণা ও মাথাব্যথার লক্ষণ নিয়ে এর আগেই করোনা সংক্রামিত রোগীর শনাক্ত হয়েছিল। এবার বুকের যন্ত্রণা হলেও তা করোনার উপসর্গ হতে পারে– এমনটিই জানাল সিডিসি।
সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার সাময়িক সমস্যা করোনা সংক্রমণের একটি লক্ষণ হতে পারে।
ঘুম থেকে ওঠার অক্ষমতাও হতে পারে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা! সিডিসির সঙ্গে যুক্ত মার্কিন বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন।
এই ভাইরাসে আক্রান্ত হলে মুখ ও ঠোঁট নীলচেও হয়ে যেতে পারে।
সম্প্রতি মিলেছে উপসর্গহীন করোনা রোগীর সন্ধান। সব মিলিয়ে এক ভাইরাসের এত রূপ দেখে ঘুম হারাম বিশ্বের বিভিন্ন মহলের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের।
তথ্যসূত্র: জিনিউজ