সুনামগঞ্জে আরেক নারীর করোনা শনাক্ত
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২০, ১৮:৪৬
সুনামগঞ্জে আরেক নারীর করোনা শনাক্ত হয়েছে। সম্প্রতি তাঁর মধ্যে জ্বর, কাশি শুরু হলে ১২ এপ্রিল (রবিবার) তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৩ এপ্রিল (সোমবার) জানা গেছে, ওই নারী করোনা ভাইরাসে আক্রান্ত।
গ্রামের একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, ওই নারীর স্বামী নারায়ণগঞ্জ জেলায় শ্রমিক হিসেবে কাজ করতেন। গত সপ্তাহে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন। তাই স্বামীর মাধ্যমেই ওই নারী করোনায় আক্রান্ত হয়েছেন বলে সবার ধারণা।
এ বিষয়ে সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন বলেন, তাঁরা বিষয়টি প্রশাসনের লোকজনকে অবগত করেছেন। তাঁরা ওই নারীর স্বামীসহ বাড়ির ও আশপাশের লোকজনকে ১৪ দিনের কোয়ারেন্টিন করার ব্যবস্থা নিতে শুরু করেছেন।
আরএমও রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের হাসপাতালের যাঁরা ওই নারীর সংস্পর্শে গিয়েছিলেন, এমন একজন চিকিৎসক ও চারজন নার্সকে হোস কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। একই সঙ্গে তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই নারীর পরিবারের লোকজন এ বিষয়ে আমাদের কোনো কিছু বলেনি। এ কারণে আমরা সমস্যায় পড়েছি।’