খুলনায় ডেঙ্গু জ্বরে শিশুর মৃত্যু

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৩

জাগরণীয়া ডেস্ক

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শ্রাবন্তী নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শ্রাবন্তী যশোরের বাঘারপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মো. সোহাগের মেয়ে।

০৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার পার্থ প্রতীম দেবনাথ বলেন, গত ৩১ আগস্ট শ্রাবন্তী নামের ওই শিশুটিকে যখন ভর্তি করা হয় তখন ডেঙ্গু জ্বরসহ বেশ কিছু জটিলতায় ভুগছিল শিশুটি। শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হলেও পরিবারের আর্থিক সঙ্গতি না থাকায় শিশুটিকে খুলনাতেই চিকিৎসা দেয়া হয়। বৃহস্পতিবার সকালে শিশুটিকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হলে বেলা আড়াইটার দিকে সে মারা যায়।

খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এই প্রথম কোনো শিশু মারা গেল বলে তিনি জানান। এ নিয়ে খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ০৯ জনে। যার মধ্যে পাঁচজন নারী ও একজন শিশু রয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত