ওজন কমায় আনারস
প্রকাশ : ৩০ জুন ২০১৯, ২২:২২
গ্রীষ্মের অন্যতম রসালো ফল আনারস। আনারসে আছে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ এবং উপকারী অন্যান্য উপাদান। ফল ছাড়াও আনারস চাটনি, স্মুদি, রাইতা ইত্যাদি হিসেবে খাওয়া যায়।
১৬৫ গ্রাম আনারসে থাকে- ক্যালরি ৮২, চর্বি শূন্য (০), কোলেস্টেরল শূন্য (০), সোডিয়াম ২ মি.গ্রা., পটাশিয়াম ১২০ মি.গ্রা., কার্বোহাইড্রেট ১৫ গ্রাম, শর্করা ১১ গ্রাম, প্রোটিন ১ গ্রাম।
শরীরচর্চা বিষয়ক ওয়েবসাইট অবলম্বনে ওজন কমাতে আনারসের সহায়ক ভূমিকা কী কী তা দেখে নিই-
আঁশ: এতে আছে দ্রবণীয় আঁশ যা পানির সংস্পর্শে জেলে রূপান্তরিত হয়। এর ফলে অনেকক্ষণ ভরপেট অনুভূত হয়।
জলীয় অংশ: এতে আছে প্রচুর পরিমাণ পানি। শরীরচর্চা করার পরে অথবা দুই বেলা খাবারের মাঝামাঝি সময়ে এক গ্লাস আনারসের শরবত খান এতে ক্ষুধা কমবে।
বিপাকে সাহায্য করে: এতে আছে ব্রমেইলিন যা প্রোটিন বিপাকে সাহায্য করে। প্রোটিন পেটের চর্বি কমাতে সাহায্য করে।
হজম: ব্রমেইলিন প্রাকৃতিক প্রদাহরোধী উপাদান সমৃদ্ধ যা হজমে সাহায্য করে। উন্নত হজম শক্তি দ্রুত ওজন কমানোর সহায়ক।