প্রতিদিনের মেন্যুতে এলাচ
প্রকাশ : ১২ মার্চ ২০১৯, ২৩:০০
জাগরণীয়া ডেস্ক
নিয়মিত এলাচ খেলে শুধু স্বাদকোরকই নয়, ভাল থাকবে আপনার শরীর স্বাস্থ্যও। তাই প্রতিদিনের মেন্যুতে রাখুন এলাচ।
১. সর্দি-কাশি থেকে মুক্তি দেয়। চায়ের সঙ্গে মধু মেশানো এলাচ খেলে কমতে পারে সর্দি-কাশির উপদ্রব।
২. নিয়মিত এলাচ খেলে শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে।
৩. এলাচ ওজন কমাতে সাহায্য করে।
৪. এলাচের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বকে ছাপ, বলিরেখা পড়তে বাধা দেয়।
৫. মুখের দুর্গন্ধ হতে বাঁচতে মুখে রাখুন দুই-তিনটি এলাচ।
৬. নিয়মিত এলাচ খেলে কমতে পারে ক্যানসারের সম্ভবনা।
৭. মুখের ঘা, মাড়ির ক্ষত ইত্যাদিতে এলাচ অব্যর্থ ওষুধের কাজ করে।
সূত্র: এবেলা