আবারো আইসিইউতে মুক্তামনি
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৭, ১১:৪৭
বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনির ডান হাতের বায়োপসির পর ওই হাতের ক্ষত স্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।
মুক্তার বাবা ইব্রাহীম হোসেন জানিয়েছেন, ৫ আগস্ট (শনিবার) সকালে বায়োপসির পর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে মুক্তাকে কেবিনে দেওয়া হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, এখন তার ৪ ব্যাগের মতো রক্ত লাগবে। মুক্তার রক্তের গ্রুপ এ-পজিটিভ।
প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বিরল চর্মরোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। গত ৯ জুলাই স্থানীয় একটি পত্রিকায় ‘লুকিয়ে রাখতে হয় মুক্তাকে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। খবর প্রকাশের পর মুক্তার চিকিৎসা দায়িত্ব নেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তার যাবতীয় চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।