নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে প্রথম নারী কনসাল

প্রকাশ : ০২ জুন ২০১৮, ১৩:৩৬

জাগরণীয়া ডেস্ক

নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট প্রথম নারী কনসাল জেনারেল হিসেবে যোগ দিলেন সাদিয়া ফয়জুননেসা। গত ১ জুন (শুক্রবার) তিনি তার দায়িত্ব বুঝে নিয়েছেন।

জেনারেলে ১৫তম এবং ১ জুন তিনি কাজে যোগ দেন। 

দায়িত্বে যোগদানের আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ) হিসেবে কর্মরত ছিলেন। সাদিয়া ফয়জুননেসা জার্মানির বার্লিনের বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার ও কল্যাণ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি জার্মানি, অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবাধর্মী ও স্বার্থরক্ষাসংশ্লিষ্ট নানা বিষয়ে কাজ করেছেন।  এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন, ইউরোপ, জাতিসংঘ ও বহুপক্ষীয় অর্থনীতিবিষয়ক উইংয়ে বিভিন্ন সময়ে তার দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে।

এই কূটনীতিক ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত