বাংলাদেশে প্রথম সমকামী নারী কমিক চরিত্র
প্রকাশ : ২১ মে ২০১৬, ১৯:১৬
বাংলাদেশে সমকামীদের একটি গ্রুপ এই প্রথম সমকামী নারী কমিক চরিত্র তৈরি করেছে। গ্রুপটি বলছে, সমকামিতার ব্যাপারে লোকজনকে সচেতন করতেই তাদের এই উদ্যোগ।
বয়েজ অফ বাংলাদেশ নামের এই গ্রুপটি আশা করছে, কমিক স্ট্রিপের এই কার্টুন চরিত্রটির মধ্য দিয়ে সারা দেশে ‘ভালোবাসার স্বাধীনতার’ বার্তা পৌঁছে যাবে।
তারা বলছেন, কে কাকে ভালোবাসবে এই সিদ্ধান্ত ও স্বাধীনতা তার নিজের।
বাংলাদেশে সমকামীতা অপরাধ হিসেবে বিবেচিত। এজন্যে সমকামী নারী ও পুরষকে গোপনে তাদের জীবন যাপন করতে হয়। অনেকে সাধারণ একটি পরিবারের ভেতরে থেকেও দ্বৈত জীবন যাপন করেন।
এই কার্টুনটিতে ধী নামের একটি মেয়ের গল্প বলা হয়েছে যে কীনা একটি মেয়ের প্রেমে পড়েছে।
বাংলাদেশের এক মফস্বল শহরের মধ্যবিত্ত পরিবারের মেয়ে ধী। একেবারে আটপৌরে হলেও ওর বেড়ে ওঠা, ভালোলাগা, ভালোবাসা, জীবনবোধ - অনেক কিছুই আর দশজনের মত নয়। ধী-র এই ভিন্নতার গল্প নিয়েই তৈরি হয়েছে বাংলাদেশের সর্বপ্রথম সমকামী কমিক চরিত্র। তারপর থেকে সে কি ধরনের দ্বিধা ও সংশয়ে পড়েছে সে কাহিনীই তুলে ধরা হয়েছে কার্টুনটিতে।
ধী তখন সিদ্ধান্ত নিতে পারছিলো না যে সে কি করবে- তার পরিবারকে খুশি করার জন্যে আরেকটি পুরুষকে বিয়ে করবে, আত্মহত্যা করবে নাকি তার মন যা চাইছে সে সেটাই করবে।