মরিশাসের প্রথম নারী প্রেসিডেন্ট আমিনা গারিব-ফাকিম

প্রকাশ : ২১ মে ২০১৬, ১৭:০৭

জাগরণীয়া ডেস্ক

আমিনা গারিব-ফাকিম আফ্রিকা মহাদেশের দ্বীপরাষ্ট্র মরিশাসের একজন প্রখ্যাত জীববিজ্ঞানী, রসায়নবিদ, অধ্যাপক এবং বিশ্বব্যাংকের সাবেক পদস্থ কর্মকর্তা। তিনি দেশটির ৬ষ্ঠ প্রেসিডেন্ট। ভারত মহাসাগরের দ্বীপদেশ মরিশাসে তিনি হলেন প্রথম নারী প্রেসিডেন্ট। ২০১৫ সালের ৫ জুন দেশটির প্রেসিডেন্ট হিসেবে তিনি শপথ নেন।

মরিশাসের ৫৪ শতাংশ লোক হিন্দু আর ৩২ শতাংশ খ্রিষ্টান। মরিশাস ১৯৬৮ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। প্রেসিডেন্ট নির্বাচিত হবার আগে তিনি ফিজিওথেরাপি গবেষণা সেন্টারের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারে ও ইউনিভার্সিটি অব এক্সটার থেকে পড়শোনা করা আমিনা মরিশাস বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারপারসন ছিলেন। এছাড়া বিশ্বব্যাংকের বিভিন্ন পদেও তিনি কাজ করেছেন।

পুরস্কার ও সম্মননা
আমিনা গারিব ফাকিম বিভিন্ন সময় বেশ কিছু পুরস্কার এবং সম্মননা লাভ করেছেন।
২০০৭: ল’রেল–ইউনেস্কো পদক (আফ্রিকান নারী বিজ্ঞানী)।
২০০৭: জাতীয় অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল পদক (মরিশাস সরকার)।
২০০৮: অর্ডার অফ দ্যা স্টার এন্ড কী অব দ্যা ইন্ডিয়ান ওশেন সম্মননা (মরিশাস সরকার)।
২০০৮: ‌অসস্য-সাধারণ অবদানের জন্য ‘ইম্মা সম্মননা’ (ব্যাংক ওয়ান লি:)।
২০০৯: ইসলামিক একাডেমী অব সায়েন্স ফেলো (জর্ডান)।
২০০৯: আফ্রিকান নারী বিজ্ঞানী সম্মননা (CTA/NEPAD/AGRA/RUFORUM)।
২০০৯: অর্ডার অব দ্যা ‘শ্যাভেলিয়র ডি ল'র্ডি ডাস পামস্‌ একাডেমিকস্‌’ (ফরাসী সরকার)।
২০০৯: আফ্রিকান ইউনিয়ন 'নারী বিজ্ঞানী' সম্মননা (পূর্ব-আফ্রিকা অঞ্চলের জন্য)।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত