চীনের কাশগড়ে ভূমিকম্পে নিহত ৮
প্রকাশ : ১১ মে ২০১৭, ১২:৫৩
জাগরণীয়া ডেস্ক
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলের কাশগড় বিভাগের ট্যাক্সকোরগান জেলায় ৫.৫ মাত্রার এক ভূমিকম্পে আটজন নিহত ও ১১ জন আহত হয়েছে।
চীনের ভূমিকম্প প্রশাসন (সিইএ) জানিয়েছে, বৃহস্পতিবার (১১ মে) ওই এলাকার ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, কয়েকটি ভবন ধসে পড়েছে ও কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে এবং হতাহতের মোট সংখ্যা যাচাই করা হচ্ছে।